হোম /খবর /হুগলি /
বাইকে স‌ওয়ার চারজন, পথেই প্রাণ গেল বৃদ্ধার! কীভাবে জানলে চমকে উঠবেন

Hooghly News: বাইকে চড়ে যাচ্ছিলেন চারজন, দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধার! হাসপাতালে ভর্তি ছেলে ও দুই নাতনি

দুর্ঘটনায় মৃতা বৃদ্ধার নাম ময়না বিবি ( ৬৫ )। তিনি দুই নাতনিকে নিয়ে ছেলে শেখ নাসির আলির বাইকে চেপে যাচ্ছিলেন। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে। মৃত ও আহতদের বাড়ি পূর্ব বর্ধমানের রায়নার বুজরুক দিঘিতে।

  • Share this:

হুগলি: বাইক দুর্ঘটনায় মৃত্যু হল বৃদ্ধার। আহত আরও তিনজন। আহতদের মধ্যে আছে দুই শিশুকন্যা। তাঁরা বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা মারে। আর তাতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

শনিবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আরামবাগের বাতানল পঞ্চায়েতের ব্যাঙা এলাকায়। ওই দুর্ঘটনায় মৃতা বৃদ্ধার নাম ময়না বিবি ( ৬৫ )। তিনি দুই নাতনিকে নিয়ে ছেলে শেখ নাসির আলির বাইকে চেপে যাচ্ছিলেন। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে। মৃত ও আহতদের বাড়ি পূর্ব বর্ধমানের রায়নার বুজরুক দিঘিতে।

আরও পড়ুন: বাজেয়াপ্ত নিষিদ্ধ শব্দবাজি সিআইডি-র উপস্থিতিতে নিষ্ক্রিয় করল পুলিশ

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শেখ নাসির আলি তাঁর মা ও দুই শিশুকন্যাকে নিয়ে বাইকে করে শনিবার দুপুরে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। আরামবাগের বাতানলে ধর্মীয় জলসা শুনতে আসছিলেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন চারজনই। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধা ময়না বিবির। আহত হন নাসির সহ তাঁর দুই শিশুকন্যা। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু পালিয়ে যায় ঘাতক গাড়ির চালক। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

শুভজিৎ ঘোষ

Published by:kaustav bhowmick
First published:

Tags: Accident, Arambag, Bike Accident, Death, Hooghly news