হোম /খবর /হুগলি /
স্কুল ছুটিতেও মিড ডে মিল,ব্যাপক শোরগোল হুগলির গোঘাটে, দেখে চোখ কপালে

Hooghly News: স্কুল ছুটিতেও মিড ডে মিল,ব্যাপক শোরগোল হুগলির গোঘাটে, দেখে চোখ কপালে

X
স্কুলের [object Object]

Hooghly News: স্কুল ছুটিতেও মিড ডে মিল,ব্যাপক শোরগোল হুগলি জেলার গোঘাটে।

  • Share this:

গোঘাট, হুগলি: স্কুল ছুটিতেও মিড ডে মিল।ব্যাপক শোরগোল হুগলি জেলার গোঘাটে। শনিবার গোঘাটের রঘুবাটি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামবাসীরা স্কুলে এসে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায়। স্কুলের অভিভাবকদের অভিযোগ,সরস্বতী পুজোর দিন ছুটি ছিল কিন্তু ২৭ শে জানুয়ারি সরকারিভাবে কোন ছুটি ছিল না তা সত্বেও প্রধান শিক্ষক ছুটি দিয়েছেন এবং ৮৩ জনের মিড ডে মিলের কারচুপির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

আরও পড়ুন: ট্যুইট করে আত্মঘাতী প্রাক্তন বিজেপি কর্মী, ঘর থেকে উদ্ধার স্ত্রী ও দুই সন্তানের দেহও!আরও পড়ুন: হাসপাতালে আগুন, বিষাক্ত গ্যাসে প্রাণ হারালেন চিকিৎসক দম্পতি-সহ একাধিক কর্মী!

এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, ২৬ শে জানুয়ারি সরস্বতী পুজো হয়েছে এবং পরের দিন সরকারি নির্দেশ মতো স্কুল খোলা থাকবে, যদি চারজন পড়ুয়াও আসে তাহলে মিড ডে মিল খোলা থাকবে। যা দেখে অভিভাবকরা হতবাক। শুক্রবার গ্রামবাসীরা স্কুলে এসে দেখে একজন মাত্র শিক্ষার্থী এসেছে এবং তাকে জিজ্ঞাসা করলে বলে প্রধান শিক্ষক ছুটি দিয়েছে বলে জানায়। বিশেষ সূত্রে খবর পাই মিড ডে মিলের লিস্ট দিতে হয় প্রধান শিক্ষককে কিন্তু সেখানে দেখা যায় ৮৩ জনের মিড ডে মিলের তথ্য দিয়েছে বলে জানা যায়। অবিলম্বে ওই প্রধান শিক্ষকের বদলি চাই বলে দাবি তোলেন তাঁরা।

অন্য দিকে এই বিষয়ে এক অভিভাবক জানান, সরকারি ভাবে কোনও ছুটি ছিল না তা সত্ত্বেও প্রধান শিক্ষক ছুটি দিয়েছিলেন বলে অভিযোগ। প্রধান নাকি মেসেজের মারফত জানিয়ে দিয়েছে স্কুল খোলা আছে এবং মিড ডে মিলের ৮৩ জনের লিস্ট পাঠায় বলে অভিযোগ।

অভিযুক্ত প্রধান শিক্ষক স্বীকার করে নেয় যে আমি ৮৩জনের মিড ডে মিলের লিস্ট মেসেজের মাধ্যমে পাঠিয়েছিলাম। যেহেতু বুধবার মিড ডে মিলের রান্না করা হয়েছিল সেই লিস্ট পাঠানো হয়নি বলেই ২৭ তারিখে দিয়েছিলাম। তিনি বলেন সরস্বতী পুজোর আগের দিন স্কুল বন্ধ থাকলেও পুজোর আয়োজন এর জন্য রান্না করা হয়েছিল তাই আমি লিস্ট পাঠায়েছি।সরকারি নির্দেশ না, থাকা সত্ত্বেও কী ভাবে এই কাজ করলেন তা নিয়ে প্রধান শিক্ষক বিরুদ্ধে উঠেছে প্রশ্ন।

Suvojit Ghosh

Published by:Uddalak B
First published:

Tags: Mid Day Meal