হোম /খবর /হুগলি /
সিঙ্গুরের মেয়ের তৈরি পোশাক পরে শপথ নেবেন তৃতীয় চার্লস ও ক্যামেলিয়া!

Third Charles Coronation: সিঙ্গুরের মেয়ের ডিজাইনার পোশাকে সেজে শপথ নেবেন রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামেলিয়া

X
title=

হুগলির সিঙ্গুরের ছোট্ট গ্রাম হারিটের প্রিয়াঙ্কা মল্লিকের ডিজাইনার পোশাক কুইন কনসর্টের গায়ের শোভা পাওয়াটা নিঃসন্দেহে চমকপ্রদ ব্যাপার।

  • Share this:

হুগলি: সিঙ্গুরের মেয়ের তৈরি পোশাকে সেজে উঠবেন ব্রিটেনের রাজা ও রানি! চমক লাগলেও এটাই সত্যি। ৬ মে, শনিবার রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেকের অনুষ্ঠানে সিঙ্গুরের প্রিয়াঙ্কা মল্লিকের তৈরি ডিজাইনার পোশাকে সেজে উঠবেন কুইন কনসর্ট ক্যামেলিয়া।

গত ৮ সেপ্টেম্বর প্রয়াত হন মহারানী দ্বিতীয় এলিজাবেথ। তাঁর রেকর্ড করা শাসনকাল শেষে বিলেতের রাজ্যপাট গিয়ে পড়ে বড় ছেলে চার্লসের হাতে। তিনি রাজা তৃতীয় চার্লস নামে সম্বোধিত হন। ৯ মাস হতে চলল ব্রিটিশ রাজের দায়িত্ব পালন করলেও আগামীকাল আনুষ্ঠানিকভাবে রাজ্যাভিষেক হবে তৃতীয় চার্লসের। সেই করোনেশন অনুষ্ঠানের রানি ক্যামেলিয়া কুইন কনসর্ট রূপে স্বীকৃতি পাবেন। দেশ-বিদেশের প্রায় তিন হাজার নামিদামি অতিথি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেখানে হুগলির সিঙ্গুরের ছোট্ট গ্রাম হারিটের প্রিয়াঙ্কা মল্লিকের ডিজাইনার পোশাক কুইন কনসর্টের গায়ের শোভা পাওয়াটা নিঃসন্দেহে চমকপ্রদ ব্যাপার। এক দিক থেকে দেখতে গেলে এটা পরম পাওয়া প্রিয়াঙ্কার কাছেও।

আরও পড়ুন: পুতিনকে খুনের ছক! ক্রেমলিনে ড্রোন হামলা ইউক্রেনের, ভয়ঙ্কর হুমকি দিল রাশিয়া

তবে শুধু কুইন কনসর্ট ক্যামেলিয়া নন, সিঙ্গুরের প্রিয়াঙ্কা মল্লিকের তৈরি পোশাক রাজা তৃতীয় চার্লসের শরীরেও শোভা পেতে চলেছে! রাজ্যভিষেকের অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসের রয়্যাল কোর্টের মধ্যে যে ব্রোচ লাগানো থাকবে সেটিরও ডিজাইন করেছেন প্রিয়াঙ্কা! রানির পোশাক ও রাজার জামার ব্রোচ ডিজাইন করার জন্য ইতিমধ্যেই সিঙ্গুরের মেয়ে প্রিয়াঙ্কাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে বাকিংহাম প্যালেস। এমনকি রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রিয়াঙ্কার কাছে ব্রিটিল রাজ পরিবারের তরফ থেকে আমন্ত্রণপত্র‌ও এসে পৌঁছেছে। তবে সশরীরে সেখানে যাচ্ছেন না সিঙ্গুরের এই মেয়ে, তিনি ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সিঙ্গুর গোলাপ মোহিনী স্কুলের প্রাক্তনী প্রিয়াঙ্কা মল্লিক বিশ্ব ফ্যাশনের রাজধানী ইতালির মিলানে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেন। ই-কমার্সের মাধ্যমে তাঁর ডিজাইন করা পোশাক পৃথিবীর বিভিন্ন দেশে রমরমে বিক্রি হয়। এর আগে রানি এলিজাবেথের জন্মদিনে তাঁর মাথার টুপির প্রজাপতির ডিজাইনও করেছিলেন প্রিয়াঙ্কা। এবার তিনি রানিল পোশাক ও রাজার ব্রোচ ডিজাইন করে তাক লাগিয়ে দিলেন। প্রিয়াঙ্কা রাষ্ট্রপুঞ্জের একজন সদস্য এবং উপদেষ্টা হিসেবেও কাজ করেন। ঘরের মেয়ে প্রিয়াঙ্কার এই কৃতিত্বে খুশি সিঙ্গুর।

রাহী হালদার

Published by:kaustav bhowmick
First published: