হোম /খবর /হুগলি /
ট্রাক্টর ও বাইকের সংঘর্ষে স্ত্রীয়ের মৃত্যু! গুরুতর জখম স্বামী

Hooghly News: ট্র্যাক্টর ও বাইকের সংঘর্ষে স্ত্রীয়ের মৃত্যু! গুরুতর জখম স্বামী

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের শালিঞ্চায়।

  • Share this:

গোঘাট: ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। গুরুতর জখম হয়েছেন তাঁর স্বামীও। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের শালিঞ্চায়। জানা গিয়েছে মৃতার বাড়ি গোঘাটের গোপালবাটি গ্রামে। তাঁর নাম রিতা কর্মকার। তাঁর স্বামী শ্যামাপদ ওরফে হারাধন কর্মকার পেশায় কামারের কাজ করেন।

আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন দম্পতি। একটি ট্রাক্টরের চাকা ফেটে যাওয়ায়  ট্র্যাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁদের বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্ত্রীর। গুরুতর জখম হয়েছেন তাঁর স্বামীও। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: পঞ্চায়েত সদস্যের গাড়ির নিচে তাজা বোমা! জয়নগরে চাঞ্চল্য

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্র্যাক্টরটি দ্রুতগতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে বাইকটিকে। আহত দু’জনকে উদ্ধার করে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় রিতার। গুরতর জখম হয়ে আরামবাগ মেডিকেল কলেজ ভর্তি রয়েছেন মৃত মহিলাটির স্বামী।

আরও পড়ুন: মোকার আগে নয়া বিপদ! আতঙ্কে ঘুম উড়েছে সুন্দরবনের মানুষের, কয়েক লক্ষ টাকার ক্ষতি

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যানজট নিয়ন্ত্রণে আনা হয়। ওই ট্র্যাক্টরটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। কিভাবে এই ঘটনা ঘটলো পুরও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

শুভজিৎ ঘোষ

Published by:Anulekha Kar
First published:

Tags: Hooghly, Hooghly news