হুগলি: পোষ্যের মৃত্যু৷ পালন করা হল তাদের মৃত্যু বার্ষিকী৷ আমন্ত্রিত ছিল শতাধিক পথ কুকুর৷ তাদের জন্য মাংস ভাতের আয়োজন করা হয়েছিল৷ এমনই এক পশু প্রেমের নিদর্শন পাওয়া গেল হুগলির চন্দননগরের। নিজেদের বাড়ির ছেলের মতন করে লালন পালন করেছিলেন তাদের সারমেয়দের। তারা মারা যাবার পরও পরিবারের সদস্যের অন্তিম ক্রিয়া-কলাপ এবং বাৎসরিক ক্রিয়ার মতন করেই পালন করলেন তাদের বাড়ির পোষা কুকুরদের মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে এদিন আমন্ত্রণ করা হয়েছিল ১০০ টির বেশি পথ কুকুরকে। গৃহপালিত পশুর মৃত্যু বার্ষিকী পালনের জন্য বিশেষ আয়োজন করা হয় চন্দননগরের ডাঙ্গার ঘোষ দস্তিদার পরিবারে। আনুষ্ঠানিক ভাবে এলাকার কুকুরদের আহারের আয়োজন করা হয়। এমন অভিনব উদ্যোগ এর জন্য এলাকার বুদ্ধিজীবী থেকে পশু প্রেমী মানুষ সকলই ঘোষ দস্তিদার পরিবারে প্রশংসায় পঞ্চমুখ।
আরও পড়ুনঃ WBCS News- বিরাট সুযোগ! WBCS প্রার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ! রইল বিস্তারিত তথ্য
রবিবার তরুণ ঘোষ দস্তিদার এর বাড়িতে মৃত কুকুরের ছবিতে মালা দেওয়া হয়, ছবির সামনে ধূপধুনো, মোমবাতি জ্বালিয়ে পশুদের আত্মার শান্তি কামনা করা হয়। এমনকি রীতিমতন মাংস ভাত রান্না করে ভ্যানে করে মাংস ভাত নিয়ে এলাকার শতাধিক সারমেয়কে খাওয়ানো হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে ,২০২১ সালের এই দিনে তাদের বাড়ির অন্যতম একটি পোষ্যের মৃত্যু হয়৷ বিচ্চু নামে ওই পোষ্যের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে শ্রাদ্ধ অনুষ্ঠান পালন হয়। এই বিষয়ে দস্তিদার পরিবারের গৃহকর্তা তরুণ ঘোষ দস্তিদার জানান, বিচ্ছু বাড়ির একজন সদস্য ছিল। পরিবারের সদস্যের মৃত্যুবার্ষিকীতে যেভাবে রীতিনীতি মেনে পালন করা হয়, পোষ্যের মৃত্যু বার্ষিকীতেও তেমনি পালন করছেন তারা। নিজেরা নিরামিষ খেয়ে, বিচ্ছুর ছবিতে মালা দিয়ে ভোগ দেওয়া হয়৷ আর আমন্ত্রিতদের জন্য বাড়িতে মাংস ভাত রান্না করা হয়৷
Rahi Halder
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।