হোম /খবর /হুগলি /
ঐতিহ্য বাঁচাতেই হবে, বটগাছ বাঁচাতে অভিনব প্রতিবাদে গ্রামবাসীরা! কী হল জানেন?

Hooghly News: ঐতিহ্য বাঁচাতেই হবে, বটগাছ বাঁচাতে অভিনব প্রতিবাদে গ্রামবাসীরা! কী হল জানেন?

X
ঐতিহ্য [object Object]

হুগলি গোঘাটের ভাবাদিঘি এলাকায় প্রাচীন ঐতিহ্যপূর্ণ বটগাছ পঞ্চায়েতের নির্দেশে কাটা হচ্ছিল বলে অভিযোগ গ্রামবাসীদের।পরিবেশকে রক্ষা করতে গ্রামের মানুষ গাছ বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল প্রতিবাদে।

  • Share this:

 হুগলি: পরিবেশকে বাঁচাতে যেখানে সারা বিশ্বজুড়ে সবুজায়ন আন্দোলন চলছে। সেখানে হুগলি গোঘাটের ভাবাদিঘি এলাকায় প্রাচীন ঐতিহ্যপূর্ণ বটগাছ পঞ্চায়েতের নির্দেশে কাটা হচ্ছিল বলে অভিযোগ গ্রামবাসীদের।পরিবেশকে রক্ষা করতে গ্রামের মানুষ গাছ বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল প্রতিবাদে।

গ্রামের ঐতিহ্যপূর্ণ গাছকে প্রাণ দিয়ে রক্ষা করল গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে খবর, বহু ‌যুগ ধরে গ্রামের ঐতিহ্যপূর্ণ এই বটগাছে আছে  কিন্তু সেই গাছ কেটে দেওয়া হচ্ছিল পঞ্চায়েতের নির্দেশে। তারা বলেন বটগাছটি যাতে রক্ষা হয় তার জন্যই  তারা বাধা দিয়েছি।

আরও পড়ুন- পুলিশ কর্মী মর্মান্তিক পরিণতি! চাঞ্চল্য ছড়াল এলাকায়

অন্যদিকে এক বাসিন্দা জানান, গ্রামে ঐতিহ্যপূর্ণ বট গাছ আছে খবর পাওয়া মাত্রই তারা ছুটে এসে গাছ কাটার বন্ধ করে। গ্রামেবাসীরা জানান বটগাছ বাঁচাতে যদি কোর্টে যেতে হয় তাহলেও তাই যাবে  কিন্তু এই গাছকে রক্ষা করবে।

এই বিষয়ে আর এক গ্রামবাসী সুকুমার রায় বলেন, গ্রামের ঐতিহ্যপূর্ণ গাছ কিভাবে পঞ্চায়েতের মাধ্যমে কাটা হচ্ছিল খবর পাওয়া মাত্রই তারা প্রতিবাদ জানায়।

আরও পড়ুন- কড়াইয়ের গায়ে ঘন দুধের সরের পুরু স্তর, রাবড়ি গ্রামের প্রতি ঘর রাবড়ি ও সরভাজার গন্ধে মাতোয়ারা

গাছ কাটাতে আসা ব্যক্তি জানিয়েছেন,পঞ্চায়েতের নির্দেশই এই কাজ করছেন তিনি। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন পুরো বট গাছ কাটা হয় নিকিছু ডাল কাটা হয়েছে মাত্র।

পুরো বিষয়টি নিয়ে গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মনীষা সেন অভিযোগ অস্বীকার করে বলেন গাছ কাটার নির্দেশ পঞ্চায়েত থেকে দেওয়া হয়নি। তিনি বলেন যদি লিখিতভাবে কোন দরখাস্ত থাকে তাহলে আমাকে দেখান হোক। কিন্তু প্রশ্ন উঠছে কার নির্দেশে ভাবাদিঘির গ্রামের প্রাচীন ঐতিহ্যপূর্ণ গাছ কাটা হচ্ছিল।

Suvojit Ghosh

Published by:Sayani Rana
First published:

Tags: Hooghly, Hooghly news