হুগলি: হুগলির উত্তরপাড়া পৌরসভা এলাকার একাধিক জায়গায় নদী ভাঙ্গনের জন্য তলিয়ে যাচ্ছে গঙ্গার ঘাট গুলি। ঘোষপাড়া বটতলা এলাকার বেশ কিছু গঙ্গার ঘাট একেবারে তলিয়ে গেছে নদীগর্ভে। শুধু তাই নয় নদীর পাড় ভাঙনোর জন্য গঙ্গার তীরবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষরাও আতঙ্কিত। যে কোনও দিন নদী ভাঙতে ভাঙতে তাদের বাড়ি না তলিয়ে যায়।
হিন্দমোটর ঘোষপাড়া এলাকায় বটতলা গঙ্গার ঘাট। কয়েক বছর আগেই বহু অর্থ ব্যয় তৈরি হয়েছিল গঙ্গার তীরবর্তী ঘাট। সঙ্গে তৈরি হয়েছিল একটি শিব মন্দিরও। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সবই তলিয়ে গিয়েছে নদীগর্ভে। বর্তমানে ওই গঙ্গার ঘাটের যা অবস্থা তা দেখলে মনে হবে কোন প্রাকৃতিক বিপর্যয় সর্বস্ব ভেঙে পড়েছে। শুধু তাই নয় নদীর পাড় ভাঙতে ভাঙতে এগিয়ে আসছে বাড়ি ঘরের দিকে তাই নিয়ে আতঙ্কিত সেখানকার স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন- পুকুরের জলে তলিয়ে মৃত্যু যুবকের! কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবারস্থানীয় মানুষদের দাবি, বহুবার তারা প্রশাসনকে জানিয়েছেন নদীর পাড় যাতে সঠিকভাবে বাঁধানো হয়। তবে প্রশাসন সেই বিষয়ে কর্ণপাত করেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সঠিক প্রযুক্তির অভাবে কাজ করলেও তার সুফল মেলেনা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ওই অঞ্চলে নদীতে বান আসার সময় খুবই জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। জলের ঢেউয়ের তোড়ে ভেঙে যায় নদীর পাড়।
আরও পড়ুন- এক অভিনব দোলের সাক্ষী হল হুগলির উত্তরপাড়া, দেখলে মন ভরে উঠবে আপনারওপ্রশাসন যদি সঠিক পদক্ষেপ না নেয় তাহলে যে কোনদিন বড় বিপদ ঘটতে পারে। আর মাত্র কয়েক মিটারের দূরত্ব, তারপরই নদী এসে যাবে স্থানীয় বাসিন্দাদের দোরগোড়ায়। নদীর এই ভাঙ্গনের জেরে আতঙ্কিত সেখানকার স্থানীয় মানুষজন। স্থানীয়রা চাইছেন প্রশাসন যাতে এই বিষয়টির দিকে একটু নজর দেয়।
রাহী হালদার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hooghly, Hooghly news