হোম /খবর /হুগলি /
গোঘাটের নীলকুঠী! কালের গ্রাসে হারিয়ে‌ যেতে বসেছে সেই অট্টালিকা

Hooghly News: গোঘাটের নীলকুঠী! কালের গ্রাসে হারিয়ে‌ যেতে বসেছে সেই অট্টালিকা

X
Hooghly [object Object]

 গোঘা্টের বালি অঞ্চলের বালি এলাকার শিববাবুর কুঠির। আনুমানিক প্রায় ৪০০ বছর আগে সৃষ্টি করেছিল ইংরেজ সরকার বলে জানা যায়

  • Share this:

গোঘাট: ব্রিটিশ শাসনের এক নিদর্শন গোঘটের বালি অঞ্চলের বালি এলাকার শিববাবুর কুঠির। আনুমানিক প্রায় ৪০০ বছর আগে জমিদারী ছিল মিশ্র পরিবাবের। শিব মিশ্র ইংরাজের রাজত্বের সময় এই অঞ্চলে জমিদার ছিলেন।তৎকালীন সময় ইংরাজদের সঙ্গে হাত মিলিয়ে নীল চাষে নিযুক্ত চাষিদের এই কুঠির থেকে নিয়ন্ত্রণ করেন অত্যচারী শিববাবু। পরবর্তী সময়ে শিব বাবুকেই দায়িত্ব দিয়ে ইংরেজরা চলে ‌যায় এখান থেকে।

তারপর থেকে অপশাসনও শোষণের এক অভাবনীয় ইতিহাস। বর্তমান দিনে জরাজীর্ণ ভগ্নপ্রায় শিবকুঠির কোনায় কোনায় ছড়িয়ে আছে সেই সময়ে অত্যাচারের কাহিনী। তৎকালীন সময়ে বহু মানুষের করুণআর্তনাদ বহু নারী নীরবকান্না ‌যেন আজও শুনতে পাওয়া ‌যায় এখানে।

দীর্ঘদিন ধরে অত্যাচার করার পর হঠাৎ করেই একদিন হারিয়ে যায় ওই অত্যাচার পরিবারের কাহিনী। সব শেষ হয়ে যায় অস্তিত্বের। তারপর থেকেই আজ পর্যন্ত এই শিব বাবুর কুঠির নীরবে প্রকৃতির বিভিন্ন বিপর্যয়ের সাথে মোকাবিলা করে। এই কুঠিরে স্থাপত্য এমন যা ছিল তা বর্তমানে দুষ্প্রাপ্য। এই ঐতিহাসিক শিবকুঠির একটু একটু করে ধ্বংসের পথে এগিয়ে চলেছে।

Suvojit ghosh

Published by:Arjun Neogi
First published:

Tags: Hooghly news