হোম /খবর /হুগলি /
এক বছর ধরে তীব্র জল সংকট প্রাথমিক বিদ্যালয়ে, নির্বিকার প্রশাসন

Hooghly News: এক বছর ধরে তীব্র জল সংকট প্রাথমিক বিদ্যালয়ে, নির্বিকার প্রশাসন

X
এক [object Object]

Hooghly News: একবছর ধরে তীব্র জল সংকটে ভুগছে একটি  হুগলির পুড়শুড়া রসুলপুর বি কে প্রাথমিক বিদ্যালয়।যার ফলে সমস্যায় পড়েছে ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকারা।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পুরশুড়া: একবছর ধরে তীব্র জল সংকটে ভুগছে একটি  হুগলির পুড়শুড়া রসুলপুর বি কে প্রাথমিক বিদ্যালয়।যার ফলে সমস্যায় পড়েছে ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকারা।জানা যায়, স্কুলের সাবমারসিবেল পাম্প প্রায় এক বছর ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে। বারবার প্রশাসনকে সারিয়ে দেওয়ার জন্য বললেও কোনও কাজ হয়নি বলেই অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। স্কুলের মিড ডে মিল থেকে শুরু করে পানীয় জলের জন্য অস্বাস্থ্যকর টিউবয়েলের জল ব্যবহার করতে হচ্ছে।এই ঘটনায় স্কুলের কর্তৃপক্ষ প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলছেন।

আরও পড়ুন ঃ বেহাল ক্রসিংয়ের রাস্তা , নিত্যদিন লেগেই রয়েছে দুর্ঘটনা

এই বিষয়ে স্কুলের শিক্ষক জানান সাবমারসিবেল পাম্প বিকল অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে থাকার কারণে বিভিন্ন দফতরের যোগাযোগ করলেও কোন সুরাহ হয়নি। পানীয় জলের জন্য পাশে টিউবয়েল থেকে জল আনতে হয়। যার কারণে ব্যাপক সমস্যার মধ্যেই পড়েছে বলে জানিয়েছে খুদে পড়ুয়া থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

আরও পড়ুন ঃ রামকৃষ্ণ পরমহংসদেবের নামাঙ্কিত মেলার গায়ে চুরির কলঙ্ক, বাদ যাচ্ছেন না সাংবাদিক‌ও

অন্যদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে যাতে মেরামত করে দেওয়া যায়। তিনি জানান পঞ্চায়েত থেকে যদি না করে দেওয়ায় হয় তাহলে ব্লক থেকে সমস্যা মেটানো হবে। এতদিন কেটে গেলেও কেন পানীয় জলের সঠিক ব্যবস্থা করা গেল না তা নিয়ে প্রশ্ন তুলছে অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দারা।

Suvojit Ghosh

Published by:Salmali Das
First published:

Tags: Hooghly news