হোম /খবর /হুগলি /
প্রকাশ্য দিবালোকে মাইকিং করে পাট্টা দেওয়া চাষীদের জমি থেকে লুট আলু

Hooghly News: প্রকাশ্য দিবালোকে মাইকিং করে পাট্টা দেওয়া চাষীদের জমি থেকে লুট আলু

X
আলু [object Object]

মুখ্যমন্ত্রীর পাট্টা দেওয়া চাষীদের জমি থেকে মাইকিং করে প্রকাশ্য দিবালোকে আলু লুট, এলাকায় উত্তেজনা 

  • Share this:

হুগলি: গত আট-দশ বছর ধরে পাট্টা দেওয়া জমি চাষ করছিলেন। আড়াই-তিন মাস আগে মুখ্যমন্ত্রী জমির পাট্টা তুলে দিয়েছিলেন ওই চার ভূমিহীন চাষীকে। অভিযোগ, সেই জমিতে তাঁদের চাষ করা আলুই প্রকাশ্য দিবালোকে লুট করে নিল গ্রামের কিছু মানুষ। এমনকি এই আলু যে লুট করা হবে, তা নাকি মাইকিং করেও ঘোষণা করা হয়েছিল। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর গ্রামে।

এই ঘটনায় তীব্র আতঙ্কে রয়েছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাট্টা পাওয়া ওই ভূমিহীন চাষীরা। তাঁদের আশঙ্কা, তাঁদের উপর আক্রমণও পারে। তাঁরা জানিয়েছেন, অন্যান্য বছরের মতো এ বছরও পাট্টা পাওয়ার পর তাঁরা আলু চাষ করেছিলেন। কিন্তু মাসখানেক আগে কিছু গ্রামবাসী তাঁদের হুমকি দিয়ে ওই জমিতে নামা বন্ধ করে দেয়। তাই ভয়ে তাঁরা আর ওই জমিতে যেতে পারেননি। এরপর, রবিবার মাইকিং করে ওই আলু তুলে নেওয়া হবে বলে জানানো হয়েছিল। সোমবার আলু লুট করা হয়।

Suvojit Ghosh

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Hooghly