হোম /খবর /হুগলি /
ঝুঁকিপূর্ণ কাজ করতে তারা নারাজ, ধনিয়াখালি তে আশাও আইসিডিএস কর্মীদের বিক্ষোভ

Hooghly News: প্রধানমন্ত্রী আবাস যোজনা সার্ভের কাজে অব্যাহতি চেয়ে বিক্ষোভ আশা ও আইসিডিএস কর্মীদের

নিজস্ব ছবি ৷

নিজস্ব ছবি ৷

প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে কাজে নিযুক্ত আশা ও আই সি ডি এসের কয়েক শ কর্মী কাজের অব্যাহতি চেয়ে দ্বারস্থ ধনিয়াখালী ব্লক অফিসে

  • Share this:

#হুগলি: প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে কাজে নিযুক্ত আশা ও আই সি ডি এসের কয়েক শ কর্মী কাজের অব্যাহতি চেয়ে দ্বারস্থ ধনিয়াখালী ব্লক অফিসে। ইতি মধ্যেই কাজ না করার জন্য ধনিয়াখালী ব্লক অফিস থেকে কারণ দর্শানোর চিঠি ধারনো হয়েছে প্রায় ১০০ জন আশা ও আই সি ডি এস কর্মীদের।আশা ও আইসিডিএস কর্মীদের অভিযোগ, সার্ভে করতে গিয়ে তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে এবং এই কাজ খুবই ঝুঁকিপূর্ণ তাদের জন্য।এই কারণেই এই সার্ভের কাজে অব্যাহতি চেয়ে ব্লক অফিসে দ্বারস্থ হয়েছেন কয়েক শ আশা ও আই সি ডি এস কর্মী।আশা ও আইসিডিএস কর্মীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সার্ভে তাদের যে করতে দেওয়া হয়েছে সেখানে তারা যে সমস্ত বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছেন সেখান থেকেই হুমকি আসছে তাদের উপর। অনেক ক্ষেত্রে লিস্ট এ যে সমস্ত লোকেদের নাম রয়েছে দেখা যাচ্ছে তাদের ইতিমধ্যেই পাকা বাড়ি রয়েছে অনেকের আবার গাড়ি বাড়িতে গাড়িও রয়েছে। তারপরও তাদের নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায়। তারা সার্ভে করতে গিয়ে সেই নাম যদি বাদ দিয়ে দেন পরবর্তীতে তাদের উপরই চাপ সৃষ্টি করবে ঐ সমস্ত লোকেরা সেই ভয়েই এই কাজ থেকে অব্যাহতি চাইছেন তারা।

আরও পড়ুন: রুপোর দাম বাড়ল, আর সোনা? আজকের দাম জেনে নিন বিনিয়োগ-কেনাকাটার আগে!

যদিও কারা হুমকি দিচ্ছে সেটা স্পষ্ট করে জানায়নি তারা, পাশপাশি সার্ভেতে যে নিয়মের উল্লেখ আছে সেই নিয়মের বাইরে গিয়ে তাদের নথিভুক্ত করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ কর্মীদের। এমত অবস্থায় তারা নিরাপত্তা হীনতায় ভুগছেন।সে কারণেই এই সার্ভের কাজে অব্যাহতি চেয়ে ব্লক অফিসে দ্বারস্থ হয়েছেন কয়েকশো আশা ও আই সি ডি এস কর্মী।বৃহস্পতিবার ধনিয়াখালী খালি ব্লক অফিসে সার্ভের কাজে অব্যাহতির দাবিতে বিক্ষোভ ও দেখান।

আরও পড়ুন: Howrah News: সমস্যার অবসান! উলুবেড়িয়ার নেপালি ঘাটে তৈরি হচ্ছে তিন কোটি টাকা ব্যয়ে জেটিঘাট

যদিও এই বিষয় সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌভিক ঘোষ জানান, এই সিদ্ধান্ত সর্বত্র উচ্চ স্তর থেকে নেওয়া হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে অনেকটাই কাজ এগিয়ে গেলেও কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। যাদের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে তাদেরকেই শোকজ করা হয়েছে। যদি কারও সমস্যা থাকে তাহলে কমপ্লেন বক্স রাখা রয়েছে সেখানে তারা কমপ্লেন করতে পারেন। হুমকির বিষয় তিনি জানান যে বা কারা হুমকি দিচ্ছে সেই বিষয়ে স্পষ্ট করে জানানো হলে প্রশাসনের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

রাহী হালদার

Published by:Arjun Neogi
First published:

Tags: Hooghly news