হুগলি: পান্ডুয়া শুট আউটের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার দোকানে লুঠ। এবার ক্রেতা সেজে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার দোকানে লুঠ করে পালায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১১ নাগাদ, বৈঁচিতে। ঘটনার পর থেকে ব্যপক চাঞ্চল্য এলাকায়, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, সোমবার সপ্তাহের প্রথম দিনে সকাল ১১ টা নাগাদ বৈঁচি দাঁ মার্কেটে ক্রেতা সেজে সোনার দোকানে আসে এক দুষ্কৃতী। দোকানদার নিতাই পাত্রকে সাত বছরের বাচ্চার জন্য আড়াই হাজার টাকা দামের সোনার আংটি দেখাতে বলে। ২৮০০ টাকা দামের একটি আংটি পছন্দ করে ৫০০ টাকা জমা রেখে বাকি টাকা নিয়ে আসছে বলে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর ঘুরে এসে ফের কানের দুল দেখতে চায়। তারপরই কোমরে আঁটা বন্দুক দেখিয়ে হুমকি দেয়। মূলত ক্রেতা সেজে দোকানে ঢোকে একজনই। বাংলা হিন্দি দুই ভাষাতেই কথা বলছিল ওই দুষ্কৃতী। বন্দুক ঠেকিয়ে বেশ কয়েকটি সোনার হার নিয়ে চম্পট দেয়। যার আনুমানিক মূল্য আড়াই থেকে তিন লক্ষ টাকা।
দোকানদার নিতাই পাত্র বলেন, দুষ্কৃতী হঠাৎ এ-কথা, সে-কথা বলতে বলতে কোমরে রাখা রিভলবার তার দিকে তাক করে। বন্দুক দেখে ভয়ে দোকানদার তার হাতে গয়না তুলে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পান্ডুয়া থানার পুলিশ। দোকানের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন।
রাহী হালদার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hooghly