হোম /খবর /হুগলি /
স্কুলের দেওয়ালে দেওয়ালে ছবির মেলা! এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র ‌যেন এক মডেল স্কুল

Hooghly News: স্কুলের দেওয়ালে দেওয়ালে ছবির মেলা! রঘুনাথপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র ‌যেন এক মডেল স্কুল

X
স্কুলের [object Object]

পঞ্চায়েতের অঙ্গনওয়ারি কেন্দ্রটি কে মডেলস্কুল রূপে গড়ে তুলেছে। এটা করার একটাই কারণ যাতে খুদে পড়ুয়াদের স্কুল আসার একটা আকর্ষণ থাকে এবং পড়াশুনায় আগ্রহ বাড়ে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

আরামবাগ: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ফুটে উঠেছে দেওয়াল ছবি। হুগলি জেলার আরামবাগের মায়াপুর দু'নম্বর পঞ্চায়েতের রঘুনাথপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের  চার দেওয়ালে আঁকা হয়েছে অ-আ-ক-খ থেকে A-B-C-D তার সঙ্গে রয়ে ছড়াছবি।

মূলত খুদে পড়ুয়ারদের স্কুলমুখী করে তোলার জন্য এই উদ্যোগ। ছবির মাধ্যম দিয়ে শিশুদের অক্ষর পরিচয়, অঙ্ক শেখা, কবিতা ও ছড়া শেখানোর জন্য। বিভিন্ন ছবি দেওয়ালের আঁকা হয়েছে যাতে খুদে পড়ুয়ারা পড়তে পারে। জানা যায় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সাজানো উদ্যোগ সমস্তটাই পঞ্চায়েতের।

আরও পড়ুন- দীর্ঘ তিন বছর বিদ্যুৎহীন গোঘাটের চারটি পরিবার

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী নীলিমা সরকার বলেন খুদে পড়ুয়াদের জন্য পঞ্চায়েতের অঙ্গনওয়ারি কেন্দ্রটি কে মডেলস্কুল রূপে গড়ে তুলেছে। তিনি জানান এটা করার একটাই কারণ যাতে খুদে পড়ুয়াদের স্কুল আসার একটা আকর্ষণ থাকে এবং পড়াশুনায় আগ্রহ বাড়ে। ছোট ছোট শিশুরা স্কুলে এসে অক্ষর, ফুল,ফল,সবজি সহ বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছে ফলে তাদের একদিকে আনন্দ হচ্ছে অন্যদিকে স্কুল আসার প্রতি আগ্রহও বাড়ছে।

আরও পড়ুন- এবার দুয়ারে ডাক্তার, বিভিন্ন রোগের চিকিৎসায় হাজির বিশেষজ্ঞ

এই বিষয়ে অভিভাবকরা জানান,অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সাজানোয় বাচ্চারা স্কুলমুখী হচ্ছে এবং পড়াশুনার আগ্রহ বাড়ছে। তিনি মনে করেছেন দেওয়ালে যেসব ছবি ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশুনা গতি বাড়ছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও।

Suvojit Ghosh

Published by:Sayani Rana
First published:

Tags: Hooghly, Hooghly news