হোম /খবর /হুগলি /
হুগলির গ্রামে গ্রামে পুলিশ পৌঁছে যাচ্ছে মানুষের দুয়ারে, কারণ জানলে চমকে উঠবেন 

Hooghly News: হুগলির গ্রামে গ্রামে পুলিশ পৌঁছে যাচ্ছে মানুষের দুয়ারে, কারণ জানলে চমকে উঠবেন 

X
পোলবায় [object Object]

Hooghly News: এবার থেকে গ্রামের প্রতি ঘরে ঘরে পুলিশকর্তারা পৌঁছে যাচ্ছেন। শুনছেন সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা।

  • Share this:

হুগলি: এ বার থেকে গ্রামের প্রতি ঘরে ঘরে পুলিস কর্তারা পৌঁছে যাচ্ছেন। শুনছেন সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা। পানীয় জল, রাস্তাঘাট সহ নানা সমস্যার কথা তাদের সামনে তুলে ধরছেন স্থানীয় বাসিন্দারা । মানুষের অভাব অভিযোগের কথা শুনে তাঁদের দ্রুত সমাধানের আশ্বাস দিলেন পুলিস আধিকারিকরা। মানুষ ও পুলিশের সম্পর্ক সুদৃঢ় করাই লক্ষ্য জানিয়েছে হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার।

স্থানীয় সূত্রে খবর, পোলবা থানার অফিসার ইনচার্জ অরূপ কুমার মণ্ডল তার সহকর্মীদের নিয়ে এদিন পোলবা থানা এলাকার মহানাদ,সুগন্ধা, আমনান পঞ্চায়েত এলাকায় ঘোরেন। আমনানের বীরেন্দ্রনগর গ্রামে গিয়ে সরাসরি মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা জানতে চান। রাস্তাঘাট, পানীয় জল সহ অন্যান্য পরিষেবা ঠিকঠাক আছে কিনা তাও গ্রামবাসীদের মুখ থেকে শোনেন পুলিশ আধিকারিকরা। বিডিও অফিসে কিংবা থানাতে গেলে তাদের সঙ্গে যথাযথ ব্যবহার করা হয় কিনা বা তাদের কথা শোনা হয় কিনা তাও জানতে চান পোলবা থানার অফিসাররা। গ্ৰামবাসীদের থেকে সমস্যার কথা শুনে প্রতিকারের বিষয়ে উদ্যোগী হবেন , গ্ৰামবাসীদের আশ্বাস দেন।

আরও পড়ুন: মাটির তলা দিয়েই কাজ হাসিল, মিটারেও বাড়ছে না মাশুল! অভিযানে গিয়ে অবাক কর্তারাআরও পড়ুন: চাকরি ছেড়ে একাই পরীক্ষার প্রস্তুতি, প্রথম বার টেট দিয়েই রাজ্যে প্রথম বর্ধমানের ইনা

মানুষের সমস্যার কথা শুনতে পুলিশের এই ভূমিকায় কিন্তু কিছুটা হলেও অবাক হয়েছেন গ্রামবাসীরা। বীরেন্দ্রনগরের বাসিন্দা রাজকুমার সাঁতরা বলেন, এটা দেখে ভাল লাগছে যে এই প্রথম কোন প্রশাসনের লোক এলাকায় এসে মানুষের খবর নিচ্ছে। আমরা পুলিশকে জানিয়েছি, এখানে রাস্তায় পিচ হলে ভালো হয়। নদীর সেতুটা চওড়া হলে ভালো হয় । ওনারা আশ্বাস দিয়েছেন বিষয়টা সমাধানের জন্য।

হুগলী জেলা গ্ৰামীন পুলিশ সুপার আমন দীপ জানিয়েছেন, মানুষের সাথে পুলিশের সম্পর্ক সুদৃঢ় করতে কয়েক দিন ধরেই এই ধরনের প্রয়াস চলছে বিভিন্ন থানায়। মানুষের সঙ্গে কথা বলার পর, বিষয়গুলো বিবেচনা করে হুগলী জেলা শাসককে জানানো হবে।

রাহী হালদার

Published by:Uddalak B
First published:

Tags: Hooghly