হোম /খবর /হুগলি /
সকাল সকাল কাজে যাওয়ার পথে হঠাৎ মুখোমুখি, ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, কেন?

Hooghly News: সকাল সকাল কাজে যাওয়ার পথেই যেন সাক্ষাৎ ‘যমে‘র মুখোমুখি! ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, কেন?

প্রতিকী চিত্র 

প্রতিকী চিত্র 

পারিবারিক অশান্তির জেরে ভাইকে কুপিয়ে খুবনের চেষ্টা দাদার। আহত ব্যাক্তিকে আশংকা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে পুলিশ। ঘটনা টি ঘটেছে হুগলির বলাগড় থানার মহিপালপুর এলাকায়।

  • Share this:

হুগলি: পারিবারিক অশান্তির জেরে ভাইকে কুপিয়ে খুনের চেষ্টা দাদার। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করালো পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলির বলাগড় থানার মহিপালপুর এলাকায়। গুরুতর আহত ওই ব্যক্তি কানাই বাস্কে চুঁচুড়া মহকুমা হাসপাতালে ভর্তি। খুনের দায়ে অভিযুক্ত দাদা সুকুমার বাস্কেকে গ্রেফতার করেছে বলাগড় থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, বলাগড়ের মহিপালপুর মুচিপাড়ার বাসিন্দা কানাই বাস্কে ও সুকুমার বাস্কে পরস্পরের আত্মীয়। আহত বছর ৪৫-এর কানাই সম্পর্কে জ্যাঠতুতো ভাই হয় সুকুমারের। তাঁদের বাড়ির জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। সেই বিবাদ আদালত অবধিও গড়িয়েছে। আহত কানাই পেশায় ইটাগড়ে একটি নার্সারিতে কলম বাঁধার কাজ করেন। সেখান থেকে আজ, শুক্রবার কাজ সেরে বাড়ি ফিরছিল সাইকেল নিয়ে। আচমকা সুকুমার তাঁর পথ আটকায় বলে অভিযোগ। তারপরেই ধারাল অস্ত্র দিয়ে মারতে থেকে একের পর এক কোপ।

হাতে মাথায় গভীর ক্ষত নিয়ে কানাই চিৎকার করলে লোকজন জড়ো হয়,এলাকা থেকে চম্পট দেয় সুকুমার। বলাগড় থানার পুলিশ গাড়ি করে আহতকে প্রথমে জিরাট হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয়।

কানাই বাস্কের মেয়ে পুজা বাস্কে জানান, ‘‘বাবাকে এর আগে হুমকি দিয়েছিল মারবে। মাকেও মারতে গিয়েছিল একবার। বাড়িতে ঢুকে ঝামেলা করেছিল। পরে বলাগড় থানার পুলিশ ধাওয়া করে জাগুলিয়া মাঠ থেকে সুকুমারকে ধরে ফেলে।’’

পুলিশ সুত্রে খবর, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত পলাতক ছিল। ভিন রাজ্যে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিল। তবে পুলিশের তৎপরতায় অভিযুক্ত গ্রেফতার হয় কয়েক ঘণ্টার মধ্যেই।

রাহী হালদার

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Hooghly