হুগলি: হুগলির সিঙ্গুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অথালিয়া গ্রামের কঙ্কালসার গ্রামের রাস্তা। রাস্তার পাশে নেই আলোর সুবিধা। যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়া নিত্য দিনের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ বারংবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। স্কুল, হাসপাতাল, থানা যেতে গেলে ওই রাস্তা দিয়ে যেতে হয় স্থানীয় এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষদের। বেহাল রাস্তা যাতে দ্রুত সরাই হয় সেই আর্জি জানাচ্ছেন গ্রামের মানুষরা।
বেহাল রাস্তার বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলরাম ঘোষ বলেন, রাস্তার এমন অবস্থা এখানে যে কোন সুস্থ মানুষ চলাচল করতে গেলেও অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সাইকেল চালালে সাইকেল থেকে চাকা খুলে বেরিয়ে যাওয়ার মতন অবস্থা হয়। প্রশাসনের কাছে বারবার আর্জি জানিয়েছেন তাঁরা। রাস্তার দুপাশে পুকুর রয়েছে রাতের অন্ধকারে অনেক মানুষই রাস্তার ধারের পুকুরে পড়ে গিয়ে হাত-পা ভেঙেছেন। তবুও না ঠিক হয়েছে রাস্তা, না বসেছে রাস্তায় আলো।
আরও পড়ুন: মিড ডে মিলের স্বাদ বদল, পাতে পরল ফ্রায়েড রাইস ও চিলি চিকেন!
স্থানীয় এক টোটো চালক সঞ্জয় দাস বলেন, তাঁদের বাড়িতে আত্মীয়-স্বজন আসা বন্ধ করে দিয়েছে কারণ এতটাই খারাপ রাস্তা যে তাঁরা আসতে চায় না। এই রাস্তা দিয়ে অটো টোটো চলাচল খুবই কম করে। তবুও যাত্রী সুবিধার্থে তিনি এই রাস্তা দিয়ে টোটো নিয়ে যান। রাস্তার এমন অবস্থা যে টোটো প্রায়শই উল্টে যাবার মতন পরিস্থিতি তৈরি হয়। কিন্তু পেটের দায় তাঁকে এই রাস্তাতেই কাজ করতে হয়।
স্থানীয় বাসিন্দা কমলা দাস বলেন, রাতের বেলায় টর্চ নিয়ে যাতায়াত করতে হয়। না হলে ঘুটঘুটে এমন অন্ধকার থাকে পাশে কেউ থাকলে তাও দেখা যায় না। তার উপরে রাস্তার দু'ধারে রয়েছে গভীর খাদ যুক্ত মাছের ভেড়ি। রাতের অন্ধকারে প্রায়শই মানুষজন রাস্তা দেখতে না পেরে সাইকেল মোটরসাইকেল নিয়ে ভেরিতে পড়ে যান। স্থানীয় বাসিন্দা হিসাবে তাঁদের দাবি রাস্তাটি যেন ভালো হয় এবং রাস্তায় আলো বসে।
আরও পড়ুন: সাদা শূকর পালন করে আয় করতে পারবেন মুঠো মুঠো টাকা, দেখে নিন কীভাবে
প্রতিবছর ভোট আসে ভোট চলে যায় সাধারণ মানুষের মেলে শুধু প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি মাফিক কাজ এখনো পর্যন্ত হয়নি বলে জানিয়েছেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ রয়েছে তাঁদের যাতায়াতের রাস্তা কেন প্রশাসন ঠিক করে দিচ্ছে না এই নিয়ে। যদিও এই বিষয়ে শাসকদলের অঞ্চল সভাপতি গোবিন্দ ধারা জানিয়েছেন, টাকার অনুমোদন হয়ে গিয়েছে খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে।
রাহী হালদার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।