হোম /খবর /হুগলি /
ভয়ানক দৃশ্য! রাস্তায় পাল্টি খাচ্ছে একের পর এক গাড়ি, হুগলিতে চাঞ্চল্য

Hooghly News: ভয়ানক দৃশ্য! রাস্তায় পাল্টি খাচ্ছে একের পর এক গাড়ি, হুগলিতে চাঞ্চল্য

দুর্ঘটনা স্থলের ছবি

দুর্ঘটনা স্থলের ছবি

Hooghly News: আশঙ্কা জনক অবস্থায় দুই জনকেই ভর্তি করা হয়েছে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে।

  • Share this:

    হুগলি: হুগলির বৈদ্যবাটি তারকেশ্বর রোড এর উপরে বাইক ও পণ্য বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দুই গাড়ির চালক। আশঙ্কা জনক অবস্থায় দুই জনকেই ভর্তি করা হয়েছে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ।

    আহত দুই গাড়িচালকের নাম ঋত্বিক কোলে ও সব্যসাচী মুখোপাধ্যায়। দুজনার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসকরা। স্থানীয় সূত্রে খবর, বৈদ্যবাটীর দিক থেকে পণ্য বোঝাই গাড়িটি সিঙ্গুরের দিকে যাচ্ছিল, অপর দিক থেকে একটি স্কুটি আসছিল। সেই সময় পিয়ারাপুর চাঁপসরার কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

    এরপরে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি নিয়ে পাশের নয়ানজুলিতে পড়ে যায় পণ্যবাহী গাড়িটি। এই ঘটনায় বাইক চালক ও পণ্যবাহী গাড়িরচালক দুজনেই আহত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শ্রীরামপুর থানার পিয়াপুর ফাঁড়ির পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে পাঠায় পুলিশ।

    আরও পড়ুন, কুন্তলের টাকাতেই কিনেছেন গাড়ি! ED-র দফতর থেকে বেরিয়ে জানালেন বনি সেনগুপ্ত

    আরও পড়ুন, স্কুলে সন্তান পাঠিয়েও শান্তি নেই! মহিলা কর্মচারীর কুপ্রস্তাবের মেসেজ, পরে যা হল

    স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর নূপুর দে বলেন, তিনি রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎই দেখেন দু দিক থেকে আসা দুটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা মেরে রাস্তার মধ্যে পাল্টি খাচ্ছে। এই দৃশ্য দেখে তাঁরা ভয়ে পেয়ে যান। তিনি তড়িঘড়ি স্থানীয় বাসিন্দাদের খবর দেন। স্থানীয় বাসিন্দারা এসে পৌঁছানোর পর পুলিশ আসে।

    রাহী হালদার

    First published:

    Tags: Car Accident