হোম /খবর /হুগলি /
উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে সিভিক ভলেন্টিয়ার এর কীর্তিতে প্রশংসায় পঞ্চমুখ

Hooghly News: বাড়িতে ফেলে এসেছে অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মুখে হাসি ফোটাল সিভিক ভলান্টিয়ার

X
পরীক্ষার্থীকে [object Object]

তাড়াহুড়োতে অ্যাডমিট কার্ড বাড়িতেই ফেলে এসেছিল উত্তরপাড়া ইউনিয়ন গার্লস স্কুলে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী রবিন দাস। স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়ে রবিন, আর তখনই তার মুখে হাসি ফোটাল সিভিক ভলান্টিয়ার আমিক ঘোষ।

  • Share this:

    হুগলি: শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ, মঙ্গলবার ছিল প্রথম পরীক্ষা! তাড়াহুড়োতে অ্যাডমিট কার্ড বাড়িতেই ফেলে এসেছিল উত্তরপাড়া ইউনিয়ন গার্লস স্কুলে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী রবিন দাস। স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়ে রবিন, আর তখনই তার মুখে হাসি ফোটাল সিভিক ভলান্টিয়ার আমিক ঘোষ।

    ঘটনাটি হুগলির উত্তরপাড়ায়।পরীক্ষার হলে ঢোকার সময় রবিন লক্ষ্য করে, পরীক্ষার অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছে। হিন্দমোটর ভূপেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্র রবিন দাসের বাড়ি হিন্দমোটর নন্দন কাননে । কান্নাকাটি শুরু করে দেয় ছাত্রটি । তখনই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন স্কুলের সামনে ট্রাফিকে কর্মরত সিভিক ভলান্টিয়ার আমিক ঘোষ।  বাইক নিয়ে ছুটে যান ছাত্রের বাড়ি, নিয়ে আসেন অ্যাডমিট কার্ড।  সিভিক ভলান্টিয়াররের এহেন মানবিক রূপে খুশি ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকেরা।অবশ্য সিভিক ভলান্টিয়ার আমিক ঘোষ নিতান্তই বিনয়ী। বলেন, তিনি শুধু তাঁর কর্তব্য পালন করেছেন। পরীক্ষার্থী কাঁদছিল। এমনিতেই উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ভয়ে থাকেন অনেক পরীক্ষার্থীরা। টেনশনের মধ্যেই হয়তো ভুল করে বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে চলে এসেছিল। সময়মত সে শুধু নিজের কাজ করেছে। পরীক্ষার্থী অবশেষে পরীক্ষা দিতে পেরেছে, সেটাই তাঁর প্রাপ্তি।উত্তরপাড়া গার্লস ইউনিয়ন স্কুলের প্রধান শিক্ষিকা শান্তা চক্রবর্তী বলেন, ছাত্রটি পরীক্ষা হলে এসে জানায়, সে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড কিছুই নিয়ে আসেনি। ইতিমধ্যেই পুলিশ থেকে খবর দেওয়া হয় সিভিক ভলান্টিয়ারকে। তাঁদের মধ্যে একজন অছাডমিট কার্ড আনতে ছাত্রের বাড়ি রওনা দেন।  স্কুলের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা করা হয়।

    রাহী হালদার

    First published: