গোঘাট: প্রাথমিক শ্রেণী থেকেই বিজ্ঞানমনস্কতা তৈরি করতে অভিনব উদ্যোগ কামারপুকুর রামকৃষ্ণ বিবেকানন্দ অ্যাকাডেমি সিবিএসই স্কুলে। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠিত হয় বিজ্ঞান প্রদর্শনের মহামেলা। সমাজের চিরাচরিত কুসংস্কার কাটাতে স্কুলের ক্ষুদে পড়ুয়ারা-সহ স্কুল কর্তৃপক্ষ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করে। মানুষ যেন আরও সঠিকভাবে বিজ্ঞান সচেতন হয় সেই বার্তা দিয়ে এই মেলার আয়োজন। স্কুলের ছোট ছোট পড়ুয়ারা নিজে হাতে তৈরি মডেল দিয়ে মা-বাবা থেকে শিক্ষক-শিক্ষিকা সবাইকে শেখালো বিজ্ঞানের পাঠ।
আরও পড়ুন: বাসের ব্রেকও ধরে না! এই রাস্তা যেন মরণ পথ
আরও পড়ুন: মদ্যপ অবস্থায় স্কুলের ছাত্রী ও তাদের মায়েদের সঙ্গে অশ্লীলতা প্রধান শিক্ষকের! অভিযোগে উত্তাল স্কুল
এই বিষয়ে স্কুলের প্রিন্সিপাল জানান ২৮ শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়ে থাকে কিন্তু সেই সময় স্কুলে পরীক্ষা থাকার জন্য করা হয়নি। এটা করার মূল উদ্দেশ্য হল বর্তমানে পড়াশোনা যে জায়গায় তলানিতে ঠেকছে, সেখান থেকে তাকে উদ্ধার করা। প্রত্যেককে বিজ্ঞানমনস্ক তোলার জন্য এই মেলার আয়োজন। স্কুলের ছোট ছোট পড়ুয়াদের মধ্যে বিজ্ঞানমনস্কতা আছে ৷ তারা নিজেরাই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করছে। এইসমস্ত বিষয়কে প্রাধান্য দিয়েই এই প্রদর্শনী।সবশেষে তিনি বলেন, একটাই উদ্দেশ্য মানুষকে বিজ্ঞান সচেতন করতে হবে এবং বিজ্ঞানমুখী হতে হবে না হলে ভবিষ্যতে খুব ভয়াবহ দিক আসতে চলেছে ।
Suvojit Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hooghly news, Science