হুগলি: বাংলায় এবার জিএসটি-র হানা। পুড়শুড়ার এক আলু ব্যবসায়ীর গোডাউনে শুক্রবার হানা দেয় জিএসটি দফতরের আধিকারিকরা। যা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে হুগলিতে।
শুক্রবার পুড়শুড়ার চিলাডাঙা এলাকায় আলু ব্যবসায়ী মণিরঞ্জনের গোডাউনে পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেয় জিএসটি। জিএসটির আট আধিকারিক উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, জিএসটি টিম পুরো আলু গোডাউনটি ভাল করে ঘুরে দেখেন। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও ওই ব্যবসায়ীর গোডাউন থেকে কেন আলুর সব বস্তা বেরল না তা খতিয়ে দেখেন জিএসটি আধিকারিকরা। অভিযোগ উঠেছে, ওই ব্যবসায়ী জিএসটির প্রতিনিধি দলের সঙ্গে কোনরকম সহযোগিতা করেননি।
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থী ভাই জলে তলিয়ে যাচ্ছিল, তাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল কলেজ পড়ুয়া দাদারও
জিএসটির প্রতিনিধি দলের সদস্য জানান, তাঁরা শ্রীরামপুরের অফিস থেকে ওই ব্যবসায়ীর গোডাউনে তল্লাশি চালাতে আসেন। জিএসটি বাকি সহ আরও নানান নিয়ম ওই ব্যবসায়ী মেনে চলছিলেন না বলে তাঁদের কাছে অভিযোগ ছিল। তাই আগেই ওই ব্যবসায়ীর গোডাউন সিল করে দেয় জিএসটি। শুক্রবার সবকিছু খতিয়ে দেখে সেই সিল খোলা হয়। জিএসটি সূত্রে খবর, তাদেরকে ওই ব্যবসায়ী সঠিক পরিমাণে জিএসটি জমা দেওয়ার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাই শুক্রবার জিএসটির প্রতিনিধিদল ওই গোডাউনে পৌঁছে যাবতীয় হিসেবপত্র খতিয়ে দেখে।
শুভজিৎ ঘোষ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: GST, Hooghly news