ঘটনার সূত্রপাত বুধবার রাতে৷ হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর, যখন চন্ডীতলা বরিহাটের বাসিন্দা সুশান্ত মালিকের স্ত্রী অনিন্দিতা মালিক প্রসবযন্ত্রণা নার্সিংহোমে। পরিবার সূত্রে খবর, বুধবার রাতে অনিন্দিতা সন্তানের জন্ম দেন। পরিবারের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল রাতে তাঁদের জানায়, সদ্যোজাত শিশু এবং তার মা দুজনেই সুস্থ আছে। এরপরেই রাতে রোগীর পরিবারের লোক বাড়ি চলে যান। কিন্তু সকালে এসে তাঁরা জানতে পারেন অনিন্দিতার মৃত্যু হয়েছে৷ এরপরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন৷ নার্সিংহোমে বিক্ষোভ দেখাতে থাকে রোগীর পরিবার।
পুলিশ সূত্রে খবর, রোগীর পরিবারের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন পুলিশ৷
Rahi Halder
Published by:Rachana Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।