গোঘাট: জোর করে বেশি জায়গা নিয়ে রাস্তা তৈরি করার চেষ্টা করলে তা প্রতিবাদ করায় দম্পতির মাথায় টাঙ্গির কোপ মারে প্রতিবেশীরা। এরপর আশঙ্কাজনক রক্তাক্ত অবস্থায় স্বামী-স্ত্রী দু'জনেই থানার দ্বারস্থ। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ মহকুমার গোঘাট থানার রতনপুর এলাকায়।
জানা গিয়েছে, পাড়ার ভিতর দিয়ে একটি রাস্তা তৈরি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল এলাকার বাসিন্দাদের মধ্যে বেশ কিছুদিন আগে ওই রাস্তার কাজ বন্ধ হয়ে যায় । সেই রাস্তা পুণরায় আমিন দিয়ে মাপ করে সঠিক ভাবে তৈরির জন্য ঠিক করা হয়। কিন্তু সেই মাপ না মেনে আবারও বেশি জায়গা নিয়ে রাস্তা তৈরি করার চেষ্টা করে প্রতিবেশীরা।
আরও পড়ুনঃ ঐতিহ্য বাঁচাতেই হবে, বটগাছ বাঁচাতে অভিনব প্রতিবাদে গ্রামবাসীরা! কী হল জানেন?
আমিনের মাপ অনুযায়ী রাস্তা তৈরি হচ্ছিল না তারই প্রতিবাদ করে ওই দম্পতি মুকুন্দ বেজ ও আল্পনা বেজ। কারণ তাদের ব্যক্তিগত জায়গার উপর দিয়েই প্রতিবেশীরা জোর করে তাদের সুবিধার্থে রাস্তা তৈরি করতে চাইছে। একদিকে একা এই দম্পতি অন্যদিকে প্রতিবেশীদের একটা বড় অংশ। বচসা বাঁধে তাদের মধ্যে এরপরই প্রতিবেশীরা ওই দম্পতির মাথায় টাঙ্গির কোপ মারে। প্রাণে বাঁচতে স্বামী-স্ত্রী রক্তাক্ত অবস্থায় দৌড়ে থানার দ্বারস্থ হয় দু'জনেই।
আরও পড়ুনঃ অল্প সময়ে বিকল্প রোজগারের পথ দেখাচ্ছে হুগলির মাশরুম চাষ
এরপর গোঘাট থানার পুলিশ তাদের আশঙ্কাজনক পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গেচিকিৎসার জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে অ্যাম্বুল্যান্সে করে পাঠায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মাথায় গুরুতর ক্ষত হয়েছে বর্তমানে আশঙ্কা জনক অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি আছে দম্পতি।
Suvojit Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News, Hooghly