হোম /খবর /হুগলি /
৪০ হাজার প্লাস্টিক দিয়ে গড়ে উঠল আস্ত এক রাস্তা, পুরো ঘটনা অবিশ্বাস্য!

Hooghly News: ৪০ হাজার প্লাস্টিক দিয়ে গড়ে উঠল আস্ত এক রাস্তা, পুরো ঘটনা অবিশ্বাস্য!

X
বর্জ্য [object Object]

প্লাস্টিক আর পিচ দিয়ে রাস্তা করে তাক লাগাল পঞ্চায়েত। আরামবাগের মায়াপুর দু'নম্বর পঞ্চায়েতে বর্জ্য প্লাস্টিককে গলিয়ে রাস্তা করে নজির গড়ল মহকুমায়। বুলন্ডি শ্মশান এলাকায় প্রায় ২০০ মিটারের বেশি পরীক্ষামূলকভাবে পিচ রাস্তা তৈরি করল ব্লক প্রশাসন।

আরও পড়ুন...
  • Local18
  • Last Updated :
  • Share this:

আরামবাগ,হুগলি: প্লাস্টিকের পিচ রাস্তা করে তাক লাগাল পঞ্চায়েত।হুগলির আরামবাগের মায়াপুর দু'নম্বর পঞ্চায়েতে বর্জ্য প্লাস্টিককে গলিয়ে রাস্তা করে নজির গড়ল মহকুমা। বুলন্ডি শ্মশান এলাকায় প্রায় ২০০ মিটারের বেশি পরীক্ষামূলকভাবে পিচরাস্তা তৈরি করল ব্লক প্রশাসন।

জানা যায় ফেলে দেওয়া প্রায় ৪০০০০হাজার প্লাস্টিক প্যকেটকে কাজে লাগিয়ে এবং তার সঙ্গেকুড়ি কেজি পিচ এই অনুপাতে মিশিয়েতৈরি হইছে রাস্তায়। বিস্কিট চিপসের সহ বিভিন্ন প্লাস্টিকের পাউচকে জোগাড় করে রাস্তাটি তৈরির উদ্যোগ নেওয়া হয়। প্লাস্টিক এভাবে ব্যবহারে পরিবেশ দূষণ রক্ষা করবে অন্যদিকে রাস্তাতে কাজে লাগবে। পরীক্ষামূলকভাবে তৈরি রাস্তাটি বেশ মজবুত হয়েছে বলে প্রশাসন মনে করছে।

পঞ্চায়েতের নির্মাণ সহায়ক মিন্টু মাইতি জানান, পিচ রাস্তা করতে যা সামগ্রিক লাগে তা দিয়ে করা হয়েছে। মূলত এটা পরীক্ষামূলকভাবে দেখতে চেয়েছি। ফেলে দেওয়া প্লাস্টিক যেটাকে পরিবেশ দূষণ করে যদি সেটাকে কাজে লাগিয়ে পিচ রাস্তাটা সম্পূর্ণ করতে পারি। তিনি বলেন বৃষ্টির জল ক্ষতি করে রাস্তাকে কিন্তু প্লাস্টিকটা মেশানো থাকলে তুলনামূলক ক্ষতি কম হয়। দীর্ঘদিন ধরে রাস্তাটা করার ফলে মজবুত আছে বলে এখনো জানিয়েছেন।

আরও পড়ুন: মধ্যশিক্ষা পর্ষদের দফতরে বসেই অ্যাপের মাধ্যমে নজরদারি, মাধ্যমিক পরীক্ষায় এ বার নজিরবিহীন নিরাপত্তা

অন্যদিকে মায়াপুর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অলোক সাঁতরা বলেন প্লাস্টিক মানে একটা বর্জ্য পদার্থ। বিভিন্ন এলাকায়  প্লাস্টিক পড়ে থেকে পরিবেশকে দূষণ করেছে। আরামবাগ বিডিও এবং পঞ্চায়েতের উদ্যোগে সেটা নিয়ে চিন্তা ভাবনা করে রাস্তাটি তৈরি করা হয়েছে। তিনি বলেন পরেও প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শুভজিৎ ঘোষ

Published by:Rachana Majumder
First published:

Tags: Hooghly news