খানাকুল,হুগলি: পরিবেশ রক্ষা থেকে শুরু করে সামাজিক অবক্ষয় রোধ এবং ও নুমনবোধ আনার লক্ষ্য সাধারণ মানুষকে সচেতনার বার্তা দিতে সাইকেল র্যালি করল একদল যুবক। এদিন কোলাঘাট থেকে ভারত প্রতিক রাজা রামমোহন রায়ের জন্ম ভিটে এসে পৌঁছান।
জানা গিয়েছে বর্তমানে পরিবেশে রক্ষা করা খুবই প্রয়োজন। এজন্য সমাজের সকল মানুষকে গাছ লাগানোর বার্তা দেন পাশাপাশি সমাজের অবক্ষয় রোধকে রক্ষা করার জন্য যুব সমাজকে আহ্বান জানান এবং সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনার জন্য সচেতনতামূলক প্রচার করেন।জানা গেছে সমাজ সচেতনতার সাইকেল মিছিলটি রাজা রামমোহন রায়ের জন্ম ভিটে থেকে বাংলা নবজাগরণের পথিক পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ভিটে বীরসিংহ গ্রাম পর্যন্ত যাবে।
এই বিষয়ে তারা বলেন মূলত কোলাঘাট থেকে শুরু করেছি এবং পাঁচ জনের বাড়ি কোলাঘাটে। দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনা ছিল যেভাবে বিশ্ব উষ্ণায়ন বেড়েছে তার মূল যে দশ কোটি বৃক্ষ ছেদন করতে হয়েছে নগর উন্নয়ন গ্রামীণ রাস্তাঘাট বিকাশের জন্য কিন্তু তার পরিপ্রয়োগ হিসেবে কিছু তৈরি হয়নি। বিশ্ব উষ্ণায়নের মূলত সাধারণ মানুষের কাছে সামাজিক মূল্যবোধ হারিয়ে যাচ্ছে যাচ্ছে। এরফলে প্রত্যেকটা মানুষ বৃক্ষরোপন করছে না তার কারণে উষ্ণতা দিনের পর দিন বাড়ছে তার জন্য নিজেদেরকে মূল্যবোধ ফিরিয়ে আনার লক্ষ্যে এই সচেতন বার্তা বলে জানিয়েছেন।
Suvojit Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hooghly news