হুগলি: নিয়োগ নীতি কাণ্ডে রহস্যের জট যতই খুলছে ততই প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর তথ্য। নিয়োগ দুর্নীতি কাণ্ডেই ডির হাতে গ্রেফতার হওয়া অয়ন শীলের ছেলে অভিষেক শীল ও তার বান্ধবী ইমন গাঙ্গুলীর নামে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অভিষেক ও ইমনের নামে হুগলির গুড়াপে একটি পেট্রোল পাম্পও রয়েছে। উত্তরপাড়ার একটি আবাসনে ২০২ ও ২০৬ নম্বর ঘর নিয়ে থাকতেন ইমন ও তার বাবা। বিগত দুইদিন যাবত সেই ঘরের দরজা বন্ধ। রহস্যময় ওই ঘরের ভেতরে কি ঘটে চলেছে তা বাইরের লোকে কেউই জানতে পারছেন না। তবে দুই দিনে মাত্র একবার খুলেছিল সেই দরজা, কী ঘটেছিল ভেতরে তার সাক্ষী কেবলমাত্র নিউজ ১৮ লোকাল।
ইমনের ফ্ল্যাট হুগলির উত্তরপাড়ায়। ইমনের বাবা বিভাস গঙ্গোপাধ্যায় পেশায় একজন ভূমি রাজস্ব দফতরের উচ্চপদস্থ আধিকারিক। প্রায় ৮-১০ বছর যাবত উত্তরপাড়ার ওই আবাসনে তাদের বসবাস। মেয়ে ইমন গ্রাজুয়েশন পাস করেছে ল’ নিয়ে।
ইমনের ঘরের পাশে ২০৬ নম্বর ঘরে কিছু বছর যাবত এসে বসবাস শুরু করেন অলিভিয়া মুখোপাধ্যায় নামে এক মহিলা। আবাসিকদের দাবি, গোটা আবাসনের মধ্যে একমাত্র অলিভিয়ার সঙ্গেই কথা বলতেন ইমন। নিয়মিত তাদের একে অপরের ঘরে যাতায়াত ছিল। তবে বিগত দুইদিন ধরে ওই দুই ঘরেরই তালা বন্ধ। বন্ধ করে দেওয়া হয়েছে ভেতর থেকে কলিং বেল।
আরও পড়ুন, আর মাত্র কয়েক ঘণ্টা! চলবে প্রবল ঝড়-বৃষ্টির দাপট, সতর্ক করছে হাওয়া অফিস
আরও পড়ুন, দেশজুড়ে বাড়ছে করোনা, পর্যালোচনা বৈঠকে বড় সিদ্ধান্ত উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর!
রহস্যময় ওই ২০৬ নম্বর ঘরের বন্ধ দরজা খুলেছিলো মাত্র একবারই। ভেতর থেকে যে মহিলা বেরিয়ে এসেছিলেন তিনি নিজের পরিচয় গোপন রাখতে চাইছিলেন। মুখে মাস্ক মাথায় ওড়না দিয়ে ঢেকে বেরিয়েছিলেন তিনি যাতে বাইরে থেকে কেউ না তাকে চিনতে পারে। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে ইমন অভিষেক এমনকি বিভাস, কাউকেই চেনেন না এমনটাই জানিয়েছেন তিনি। নিজের পরিচয় দিতেও অস্বীকার করেন।
তবে স্থানীয় বাসিন্দাদের দাবি ওই মহিলার অলিভিয়া৷ তিনি ও পেশায় একজন আইনজীবী। গোটা আবাসনের মধ্যে তাদের জীবন যাপন অত্যন্ত হাই স্ট্যান্ডার্ডের। সচরাচর আবাসনের কারুর সঙ্গে কথাই বলতেন না ইমন বা ওই মহিলা অলিভিয়া। মাঝে সাঝে একসঙ্গে দু’জনকে দেখা যেত। গোটা ঘটনায় কেন অলিভিয়া সত্যি গোপন করলেন। কেন কেউ দরজা খুলছেন না। সে বিষয়ে রহস্য আরো ঘনীভূতহচ্ছে।
রাহী হালদার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime