হোম /খবর /হুগলি /
সরকারি অর্থ নয়ছয়! অ্যাম্বুল্যান্স কিনে ফেলে রাখা হয়েছে পঞ্চায়েত অফিসে

Hooghly News: অ্যাম্বুল্যান্স কিনে ফেলে রাখা হয়েছে পঞ্চায়েত অফিসে! কারোর হোমেও লাগে না যজ্ঞেও নয়

X
title=

বিধায়ক তহবিলের অর্থে এই অ্যাম্বুল্যান্সটি কেনা হয়েছিল। কিন্তু সেটি ব্যবহার না করে পঞ্চায়েত অফিসের ভিতরে দিনের পর দিন ফেলে রাখায় খারাপ হয়ে গিয়েছে। সেটি সারিয়ে গ্রামের মানুষের পরিষেবায় ব্যবহার করার কোন‌ও উদ্যোগও নেওয়া হয়নি। এদিকে কেউ অসুস্থ হয়ে পড়লে মোটা টাকা খরচ করে প্রাইভেট গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতে হয়।

আরও পড়ুন...
  • Share this:

হুগলি: পঞ্চায়েত অফিসে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে অ্যাম্বুল্যান্স। ফলে গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লেও হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এই অ্যাম্বুল্যান্স পরিষেবা পাওয়া যায় না। আর তার জেরেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয় গোঘাটের হাজিপুর পঞ্চায়েতের মানুষ।

বিধায়ক তহবিলের অর্থে এই অ্যাম্বুল্যান্সটি কেনা হয়েছিল। কিন্তু সেটি ব্যবহার না করে পঞ্চায়েত অফিসের ভিতরে দিনের পর দিন ফেলে রাখায় খারাপ হয়ে গিয়েছে। সেটি সারিয়ে গ্রামের মানুষের পরিষেবায় ব্যবহার করার কোন‌ও উদ্যোগও নেওয়া হয়নি। এদিকে কেউ অসুস্থ হয়ে পড়লে মোটা টাকা খরচ করে প্রাইভেট গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতে হয়। সব মিলিয়ে টাকা খরচ করে এই অ্যাম্বুল্যান্সটি কেনা হলেও তা মানুষের কোন‌ও কাজে লাগছে না। এই বিষয়ে প্রশাসনের বিরুদ্ধে গাফিলতীর অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা।

আরও পড়ুন: দেশকে চেনাতে রায়গঞ্জে আয়োজিত হল যুব সংসদ

গ্রামবাসীদের অভিযোগ, তাঁরা অ্যাম্বুল্যান্সটি সারিয়ে জনগণের স্বার্থে ব্যবহার করার জন্য বারবার অনুরোধ করলেও পঞ্চায়েতের পক্ষ থেকে কোনওরকম উদ্যোগ নেওয়া হয়নি। বিষয়টি শাসকদলের অস্বস্তি বাড়িয়েছে। তারা আলাপ-আলোচনার ভিত্তিতে সমস্যা মিটিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে বিরোধী সিপিএমের দাবি, সরকারি অর্থে অ্যাম্বুল্যান্স কিনে ফেলে রাখায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। তারা দ্রুত এই অ্যাম্বুল্যান্স পরিষেবা চালুর দাবি তুলেছে।

শুভজিৎ ঘোষ

Published by:kaustav bhowmick
First published:

Tags: Ambulance, Goghat, Hooghly news