হোম /খবর /হুগলি /
ধানবাদের আগুন কেড়ে নিল নকুন্ডার চিকিৎসক দম্পতিকে, রেহাই পেলেন না পরিচারিকা

Hooghly News: ধানবাদে চিকিৎসক দম্পতি সহ পরিচারিকার‌ মৃত্যুতে কাঁদছে নকুন্ডা

X
title=

ঝাড়খণ্ডের ধানবাদে বাঙালি চিকিৎসকের নার্সিংহোমে বিধ্বংসী অগ্নিকাণ্ড। প্রাণ গেল হুগলির গোঘাটের চিকিৎসক দম্পতির, মৃত্যু হয়েছে তাঁদের পরিচারিকার‌ও

  • Share this:

হুগলি: ঝাড়খণ্ডের বেসরকারি নার্সিংহোমে ভয়াবহ আগুন লেগে মৃত্যু হল বাংলার চিকিৎসক দম্পতির। এই অগ্নিকাণ্ডে তাঁদের পরিচারিকারও মৃত্যু হয়েছে। মৃত তিনজনেরই বাড়ি হুগলির গোঘাটের নকুুন্ডা গ্রামে।

শনিবার সকালে ঝাড়খণ্ডের ধানবাদের একটি নার্সিংহোমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ রূপ নেয়। তাতেই মৃত্যু হয়েছে চিকিৎসক বিকাশ হাজরা, স্ত্রী প্রেমা হাজরা ও পরিচারিকা তারা সামুইয়ের। এই ঘটনায় নকুন্ডা গ্রামে চিকিৎসক বিকাশ হাজরার এক প্রতিবেশী যুবক নিখোঁজ বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, চিকিৎসক বিকাশ হাজরার ধানবাদের বাড়িতে বড় করে সরস্বতী পুজো হয়। সেই পুজোয় যোগ দিতে প্রতিবছর গ্রাম থেকে অনেকেন যান। জানা গিয়েছে বিকাশবাবুর বাড়ির সরস্বতী পুজো এবার নার্সিংহোমে আয়োজিত হয়। সেখানেই কোনভাবে আগুন লেগে যায়। সেই সময় চিকিৎসক দম্পতি ছাড়াও তাদের গোঘাটের নকুন্ডা গ্রাম থেকে যাওয়া অনেক প্রতিবেশী ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শিলিগুড়ি জেলা হাসপাতালের প্রবেশপথ দখল মুক্ত করার হুঁশিয়ারি গৌতমের

সেখানেই তিনজনের মৃত্যু হয়। এক প্রতিবেশী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আরেকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এই মর্মান্তিক খবর নকুন্ডায় এসে পৌঁছানোর পর কার্যত ভাষা হারিয়েছে গোটা গ্রাম। গ্রামবাসীরা জানিয়েছেন, সরস্বতী পুজোর দিন দুপুরেও ধানবাদে যাওয়া পরিজনদের সঙ্গে তাঁদের ভালোভাবে কথা হয়েছিল। তখন সব ঠিকঠাক ছিল। কিন্তু তারপর কোথা থেকে কী হয়ে গেল বুঝে উঠতে পারছেন না।

শুভজিৎ ঘোষ

Published by:Kaustav Bhowmick
First published:

Tags: Fire, Jharkhand