হোম /খবর /হুগলি /
ঘরে ফেরা হল না আর! স্নান করতে গিয়ে মৃত্য়ুর কোলে ঢলে পড়ল বছর ১৬-র তরতাজা প্রাণ

Hooghly news: ঘরে ফেরা হল না আর! স্নান করতে গিয়ে মৃত্য়ুর কোলে ঢলে পড়ল বছর ১৬-র তরতাজা প্রাণ

Hooghly news: কমল বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। বেশ কিছুক্ষণ পর নদীর জল থেকে তার দেহ উদ্ধার হয়।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

খানাকুল: স্নান করতে নেমে নদীর জলে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক কিশোরের। শনিবার ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গয়েশপুর এলাকায়। মৃত কিশোরের নাম কমল দাস। বয়স ১৬। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির পাশে মুণ্ডেশ্বরী নদীতে স্নান করতে গিয়েছিল সে। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে গেলেও বাড়ি ফেরেনি। কমল বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। বেশ কিছুক্ষণ পর নদীর জল থেকে তার দেহ উদ্ধার হয়।

হাসপাতালে নিয়ে যাওয়া হলে কমলকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। তার মৃত্য়ুতে এলাকায় শোকের ছায়া। পরিবারের এক সদস্য় জানান, বাড়ির পাশে নদীতে স্নান করতে গিয়েছিল কমল। দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পর সে না ফেরায় খোঁজ খবর চালানো হয়। কিছু ক্ষণ পর তার মৃতদেহ উদ্ধার হয়।

আরও পড়ুন, প্ল্যান 'বি' রণকৌশলেই বিধানসভার গেটে SFI, বুঝতেও পারেনি পুলিশ

আরও পড়ুন, গ্রামে গ্রামে ১২ হাজার কিমি রাস্তা, সাত দফা প্রচারের কৌশল বলল নবান্ন

এই ঘটনায় খবর পৌঁছয় খানাকুল থানায়। পুলিশ ওই মৃত কিশোরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে তার মৃত্য়ু, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

শুভজিৎ ঘোষ
Published by:Sanchari Kar
First published:

Tags: Hooghly, Hooghly news