হোম /খবর /হুগলি /
মেডিকেল কলেজে রোগীর অস্বাভাবিক মৃত্য়ু! কারণ জানলে চমকে উঠবেন

Hooghly News: মেডিকেল কলেজে রোগীর অস্বাভাবিক মৃত্য়ু! কারণ জানলে চমকে উঠবেন

X
মৃত [object Object]

Hooghly News: দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন সেই ব্য়ক্তি। শারীরিক অসুস্থতার জন্য মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

  • Share this:

    হুগলি: বৃহস্পতিবার রাতে কলকাতা মেডিকেল কলেজে অস্বাভাবিক মৃত্য়ু মনোরঞ্জন বিশ্বাসের । হুগলির কানাইপুর গ্রাম পঞ্চায়েতের সৌরদীপ এলাকার বাসিন্দা মনোরঞ্জন বিগত এক মাস দুই দিন ধরে ভর্তি ছিলেন মেডিকেল কলেজে। পরিবারের লোকজনরা যখন মনে করছিলেন মনোরঞ্জন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন, তখনই তাঁর মৃত্য়ুতে হতভম্ব সকলে।

    স্থানীয় সূত্রের খবর,  ৪৮ বছর-এর মনোরঞ্জন বিশ্বাস দীর্ঘদিন ধরে ভুগছিলেন। কিডনির সমস্যা থাকার কারণে প্রতি বছরে তাকে ডায়ালিসিস করতে হত। বিগত এক মাস ধরে তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি ছিলেন মেরুদণ্ডের সমস্যা নিয়ে। কানাইপুরের ছোট্ট টিনের বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তাঁর দুই ছেলে উত্তরপ্রদেশে কাজ করেন। বড় ছেলে শেষ এক মাস যাবত বাবার চিকিৎসার জন্য কানাইপুরে এসেছিলেন।

    এই বিষয়ে মৃতের ভাইয়ের স্ত্রী জানান, তাঁরা শুনেছিলেন, সেই ব্য়ক্তি ঠিক হয়ে এসেছেন। আগামী কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে তাঁকে ছুটি দিয়ে দেওয়া হবে। তারপরেই শুক্রবার সকালে তাঁর মৃত্য়ুর খবর পান।

    আরও পড়ুন: তেল তেল করছেন সকলে! হলদিয়ার রাস্তায় বিরাট হুড়োহুড়ি, কারণ? একটি দুর্ঘটনা

    আরও পড়ুন: ৩ দিনে ২ কোটি টাকার রেকর্ড মদ বিক্রি! দোলের ছুটিতে জমজমাট ব্যবসা

    ঘটনার খবর পৌঁছয় কানাইপুর পঞ্চায়েতে। এ বিষয়ে কানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব বলেন, মৃত মনোরঞ্জন বিশ্বাসের স্ত্রী ও ছেলে পঞ্চায়েতে এসেছিলেন। তাঁদের যথাযথ সাহায্য করা হচ্ছে। তাঁদের থেকেই জানা যায়, দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন সেই ব্য়ক্তি। শারীরিক অসুস্থতার জন্য মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। সেই কারণেই হয়তো মৃত্য়ুর পথ বেছে নিয়েছেন। স্থানীয়দের কাছে একজন ভাল মানুষ হিসেবে পরিচিত ছিলেন মনোরঞ্জন।রাহী হালদার

    First published:

    Tags: Hooghly, Hooghly news