হোম /খবর /হুগলি /
কাজ চলে যাওয়ায় মানসিক অবসাদ! হতাশ হয়ে যা করলেন চালক... 

Hooghly News: কাজ চলে যাওয়ায় মানসিক অবসাদ! হতাশ হয়ে যা করলেন চালক... 

বডির গাড়ির ছবি

বডির গাড়ির ছবি

Hooghly News: সুপারভাইজার জানান, রাস্তার কাজ চলছে প্রায় এক মাস ধরে। বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা কাজে আসেন। তাঁর দাবি, বিপ্লব বেশ কয়েকদিন ধরে মদ্য়পান করে গাড়ি চালাতেন।

  • Share this:

গোঘাট: কাজ চলে যাওয়াই মানসিক অবসাদ। হতাশায় চরম সিদ্ধান্ত নিলেন খাতরার এক গাড়িচালক। সাত সকালেই ওই ব্যক্তির মৃতদেহকে উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি হুগলি জেলার গোঘাটের আগাই মোড় এলাকায়।

ওই ব্যক্তির নাম বিপ্লব পাত্র। বয়স আনুমানিক ৩৫। তার বাড়ি খাতরা থানার নিমডিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছ, রাস্তার কাজের জন্য বিপ্লব এসেছিলেন গোঘাটে ড্রাইভারের কাজ করতে। প্রায় একমাস ধরে কাজ করার পর মঙ্গলবার তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

স্থানীয় এলাকার এক বাসিন্দা জানান, সকালে এসেচায়ের দোকানে বিপ্লবের নিথর দেহ দেখতে পান তিনি। এর পরেই ঘটনায় খবর দেওয়া হয় থানায়।

আরও পড়ুন: প্রকাশ্য দিবালোকে বেসরকারি ঋণ সংস্থার কর্মীকে গুলি খড়্গপুরে! ঘটনা ঘিরে রহস্য

আরও পড়ুন: মাঠে তাস খেলছিলেন ৮ জন, হঠাৎ নজরে পড়ে পাড়ার ছেলের মৃতদেহ! কুলতলিতে চাঞ্চল্য

সুপারভাইজার জানান, রাস্তার কাজ চলছে প্রায় এক মাস ধরে। বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা কাজে আসেন। তাঁর দাবি, বিপ্লব বেশ কয়েকদিন ধরে মদ্য়পান করে গাড়ি চালাতেন। তার জেরে তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয়। মনে করা হচ্ছে, হয়তো তার জেরে এই ঘটনা ঘটিয়েছে।

তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ ওই ব্যক্তির দেহ উদ্ধার করে কামারপুকুর হাসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ওই মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত চলছে।

শুভজিৎ ঘোষ

Published by:Sanchari Kar
First published:

Tags: Hooghly, Hooghly news