Football World Cup 2018

আজ দোলযাত্রা, আবীরের রঙে রঙিন হওয়ার উৎসব

Siddhartha Sarkar | News18 Bangla
Updated:Mar 01, 2018 10:26 AM IST
আজ দোলযাত্রা, আবীরের রঙে রঙিন হওয়ার উৎসব
Photo: Siddhartha Sarkar
Siddhartha Sarkar | News18 Bangla
Updated:Mar 01, 2018 10:26 AM IST

#কলকাতা: ‘হোলি’ বা ‘দোল’ শব্দটা কোথায় যেন মনের সঙ্গে জড়িয়ে আছে। বসন্তকালে সবার মনেই রঙ লাগে। এই রং শুধু শরীরেই নয়, মনের ভিতরেও লাগে।

রং লেগেছে ! বসন্ত কবেই এসে গিয়েছে। তবে দোল না এলে বসন্তের সেই পূর্ণতা যেন অধরাই থেকে যায়। শুধু একে অপরকে রং দেওয়া নয়, বাংলার এক এক প্রান্তে দেখা যায় নানা ধরনের দোলের আচার-অনুষ্ঠান এবং পুজো পদ্ধতি।

আজ বসন্তের বাতাসে তাই রঙের ছড়াছড়ি। আবির, রঙ ও পিচকারি নিয়ে রং খেলায় মাতোয়ারা সব বয়সী ছেলে-মেয়েরা। বসন্তের নবীন পাতায় হিল্লোল জাগায় যে রং, আজ সেই রং-এর উৎসব। ১৯২৫ সালে শান্তিনিকেতনে যে বসন্ত উৎসবের সূচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আজও সেই ধারায় রঙিন শান্তিনিকেতন। গৃহবাসীকে দ্বার খুলিয়ে রাঙিয়ে দেওয়ার যে সূচনা সঙ্গীত গেয়ে ওঠে শান্তিনিকেতন, দিনভর তা সংক্রমিত হয় গোটা রাজ্যে।

Holi

First published: 10:03:48 AM Mar 01, 2018
পুরো খবর পড়ুন
अगली ख़बर