#কলকাতা: পঞ্চায়েত মামলার ভবিষ্যৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের হাতে। এদিনই সাড়ে চারটে নাগাদ রায় দেবে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
পঞ্চায়েত মামলা সম্ভবত সিঙ্গল বেঞ্চেই ফেরানোর নির্দেশ দিতে চলেছে ডিভিশন। মামলার সওয়াল পর্ব ও ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণেই সেই সম্ভাবনা উঠে এসেছে। দুপুর ২ টো সিঙ্গল বেঞ্চে শুনানি হওয়ার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে সেই সম্ভাবনা নেই।
ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীনই মামলা সিঙ্গল বেঞ্চে পাঠানোর পরামর্শ দেয় ডিভিশন বেঞ্চ। সবমিলিয়ে এদিন পঞ্চায়েত মামলার জট খোলার সম্ভাবনা নেই।