#কলকাতা: কলকাতার রাস্তায় ট্রাফিক পুলিশের তোলাবাজি। বেকবাগানে এজেসি বোস রোড উড়ালপুলে ওঠার মুখে নজরে পড়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাশিস কর গুপ্তর। এরপরই অ্যাডভোকেট জেনারেলকে তলব করে, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি।
ঘুষ ও তোলাবাজি নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ বহু পুরনো ৷ দোষী পুলিশকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাশিস কর গুপ্ত ৷ একইসঙ্গে নিয়ম শৃঙ্খলা রক্ষাই যাদের দায়িত্ব তাদের এমন ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি ৷