#মুম্বই: এখন এটাই হয়েছে দস্তুর। পুরনো গানকে নতুন রূপে ছবিতে ব্যবহার করছেন পরিচালক। পরিচালক রোহিত সেট্টি ফিরিয়ে আনলেন সলমন খান ও ভাগ্যশ্রীর ম্যায়নে প্যায়ার কিয়ার নস্ট্যালজিয়া। ছবির গানটি ব্যবহার করলেন গোলমাল এগেইন। নতুন রূপে এই গানে জুটি পরিণীতি চোপড়া ও নীল নীতিন মুকেশ ৷