#মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের বিয়ে ৷ হইচই তো হবেই ৷ তাও আবার সেই জুটির নাম যদি বিরাট-অনুষ্কা হয়, তাহল তো কথাই নেই ৷ ইতালির মনোরম রিসর্টে বিয়ে সারার পর দিল্লি এবং মুম্বইয়ে বিরুষ্কার রিসেপশন পর্বও এখন শেষ ৷ এবার পালা দক্ষিণ আফ্রিকা সফরের কঠিন চ্যালেঞ্জকে উতরোনোর ৷ নিজের বিয়ে নিয়ে একটা টুইট করা ছাড়া বিশেষ কিছুই এতদিন বলেননি বিরাট কোহলি ৷ অবশেষে মুখ খুললেন তিনি ৷ দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে বিরাট জানালেন, ‘‘বিয়েটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল।’’
আগামী ৫ জানুয়ারি থেকে শুরু টিম ইন্ডিয়ার দক্ষিণ আফ্রিকা সফর ৷ প্রোটিয়াদের দেশে তিনটি টেস্টের পাশাপাশি ছ’টা ওয়ান ডে এবং ৩টি টি২০ ম্যাচও খেলবেন বিরাটরা ৷ বিয়ের জন্য মাঝের বেশ কিছুদিন বিশ্রামে থাকার পর সরাসরি কেপটাউন টেস্টে খেলতে নামাটা কঠিন হবে কী না, তা নিয়ে ভারত অধিনায়ককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘ আমি এমন একটা কাজের জন্য বাইরে ছিলাম, যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু ক্রিকেটে ফোকাস ফিরিয়ে আনতে আমার কোনও সমস্যা হবে না। কারণ ক্রিকেট আমার রক্তে। আর এটা শুধু আমার ক্ষেত্রেই খাটে না। দলের সব ক্রিকেটার, সাপোর্ট স্টাফের সম্পর্কেও একই কথা প্রযোজ্য।আমার অবেচেতন মনে কিন্তু সব সময় দক্ষিণ আফ্রিকা সফরটা ঘুরছিল। মানসিক ভাবে তাই এই সফরটার জন্য আমি তৈরি। ’’