Football World Cup 2018

নাবালিকাদের দিয়ে শহরের হোটেলে দেহব্যবসা, গ্রেফতার ১২

Dolon Chattopadhyay | News18 Bangla
Updated:Feb 26, 2018 03:56 PM IST
নাবালিকাদের দিয়ে শহরের হোটেলে দেহব্যবসা, গ্রেফতার ১২
Representational Image
Dolon Chattopadhyay | News18 Bangla
Updated:Feb 26, 2018 03:56 PM IST

#কলকাতা: শহরের হোটেলে রমরমিয়ে চলছিল মধুচক্র ৷ জোর করে নাবালিকাদের আটকে রেখে চলত দেহ ব্যবসা ৷ দিনের পর দিন এইভাবে চললেও এলাকাবাসীরা এই বিষয়ে মুখ খোলেননি ৷ তবে গোপন সূত্রে খবর ছিল সিআইডি-র কাছে ৷ সেই তথ্যের ভিত্তিতে আচমকা হানা দেয় হোটেলে ৷ হাতেনাতে ধরে ফেলেন অভিযুক্তদের ৷

জানা গিয়েছে, এলাকা থেকে নাবালিকা ও যুবতীদের জোর করে তুলে এনে আটকে চলত ব্যবসা ৷ শুধু তাই নয় ৷ দেহ ব্যবসায় আপত্তি জানালে নাবালিকাদের উপর চলত অত্যাচার ৷ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপর সুকান্তপল্লির একটি হোটেলে হানা দিয়ে ২ নাবালিকা ও ৪ যুবতীকে উদ্ধার করে সিআইডি। অন্যদিকে মধুচক্র চালানোর অভিযোগে তিন মহিলা-সহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে ৷

ঘটনাস্থল থেকে প্রায় আড়াই লক্ষ টাকা ও একটি গাড়ি। নাবালিকাদের তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে ৷

First published: 03:01:58 PM Feb 23, 2018
পুরো খবর পড়ুন
अगली ख़बर