#নয়াদিল্লি: কেন্দ্রের নতুন সিদ্ধান্তে আধার ও প্যান লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৷ তবে ইতিমধ্যেই অনেকেই লিঙ্ক করে ফেলেছে আধার ও প্যান কার্ড ৷ তবে লিঙ্ক করার সময় এই পাঁচটি বিষয় মেনেছেন তো ? একবার মিলিয়ে নিন ঠিকভাবে আধার কার্ড ও প্যান নম্বর লিঙ্ক করেছেন কিনা ৷
১. প্রথম সঠিক আধার ও প্যান নম্বর দিন ৷
২. ইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টালে রেজিস্ট্রেশন করা থাকলে নিজের আইডি, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। যদি তা না থাকে তাহলে আলাদা করে রেজিষ্ট্রেশন করুন ৷
৩. পেজে গিয়ে লিঙ্ক আধারে গিয়ে ক্লিক করুন ৷ প্যানে যে নাম ও নম্বর দেওয়া আছে সেটাই দিতে হবে ৷ এর পরে আধারের ১২ সংখ্যার নম্বর বা ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর দিতে হবে। ক্যাপচা ভেরিফাই করলে লিঙ্ক আধার বলে যে বাটন আছে তাতে ক্লিক করুন ৷
৪. সমস্ত তথ্য ঠিক থাকলে আধারের সঙ্গে প্যান সংযুক্তিকরণ হয়ে যাবে ৷
৫. এরপর স্ক্রিনে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আধারের সঙ্গে প্যান সফল ভাবে সংযুক্তিকরণ হয়ে গিয়েছে।