#ভোপাল: আর কী দেখতে হবে এই দেশকে ? অভাবে একের পর এক মৃত্যু গরীব চাষীর ৷ কেউ করছেন আত্মহত্যা, কেউ অনাহারে৷ তবুও কী চোখ ফিরবে না ! হয়তো বুকে এরকমই হাজার হাজার প্রশ্ন নিয়ে দিনের পর দিন কেটে চাষে হত দরিদ্র চাষীদের ৷ যেই চাষীদের চরম খাটনিতে গোটা দেশে অন্ন জুটছে, সেই দেশের কৃষকের এই হাল ! ফের প্রশ্ন তুললেন মধ্যপ্রদেশের এক চাষী ৷ যিনি টাকার অভাবে মোষ বা গরু কিনতে না পারায়, দুই মেয়ের কাঁধেই লাঙল দিয়ে জমি চাষ করছেন ৷
ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের মান্দসৌর জেলায় ৷ বসন্তপুরের সরদার প্রাণ ঋণের চাপে ওষ্ঠাগত। টাকার অভাবে দুই মেয়ের পড়াশোনা মাঝপথেই বন্ধ । তাই একান্ত বাধ্য হয়ে দুই বোনকে জমিতে নামিয়ে দেন। সরদারের হাতে থাকে লাঙল। আর মোষের জায়গায় ব্যবহার করেন দুই মেয়ে রাধিকা এবং কুন্তিকে।
কৃষক সরদারের কথায়, খারাপ লাগলেও, উপায় তো নেই ৷ এই কাজ করতে তিনি বাধ্য হয়েছেন। ১৪ বছরের রাধিকা এবং ১১ বছরের কুন্তী স্কুল ছাড়ার জন্য কষ্ট পেলেও, পরিবারের কথা ভেবে জমিতে মোষ হিসেবে লাঙল খাটছে রোজ রোজ ৷