#কলকাতা: রাজ্যে ডেঙ্গি-জ্বরে মৃত্যু লেগেই রয়েছে। গোদের ওপর বিষফোঁড়ার মতো নিম্নচাপের বৃষ্টি আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের ওপর এবং আর্দ্রতা পঞ্চাশ শতাংশের বেশি থাকলে, এডিস মশার লার্ভার বাড়বাড়ন্ত হবে। চিকিৎসকদের মতে, আবহাওয়ার খামখেয়ালিপনা মশাবাহিত রোগের আদর্শ।
এই সময় মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পুরসভার তরফেও সতর্ক করা হয়েছে। পাশাপাশি, ডেঙ্গি রোধে বেশ কিছু পদক্ষেপও নিচ্ছে কলকাতা পুরসভা।
দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের জের। রাত থেকে শহরে হালকা বৃষ্টি চলছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার এবং শুক্রবারও কলকাতা এবং দুই ২৪ পরগনায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷