#মাদ্রিদ: এখনও পর্যন্ত এই ম্যাচটাকেই বলা হচ্ছিল এই বছরের সেরা ম্যাচ। সেই লড়াইয়ে মারিয়া শারাপোভার বিরুদ্ধে শেষ হাসি ইউজিন বুশার্ডের।
তবে কোর্টের বাইরে ম্যাচটা শুরু হয়েছিল অনেক আগেই। ১৫ মাসের নির্বাসন কাটিয়ে কোর্টে ফিরছিলেন মাশা। তাঁকে প্রতারক বলেছিলেন বুশার্ড। আজীবন নির্বাসনের জন্য সওয়াল করেছিলেন। তাই স্বভাবতই সবার চোখ ছিল মাদ্রিদে।
টানা চারটে হারের পর শারাপোভার জন্যই বোধহয় সেরাটা তুলে রেখেছিলেন বুশার্ড। শেষ সেটে দুরন্ত কামব্যাক করে উড়িয়ে দিলেন মাশাকে। ম্যাচের ফল ৭-৫, ২-৬, ৬-৪। দু’জনের মধ্যে যে ঠান্ডা লড়াই চলছে ৷ তা ম্যাচ শেষেও বোঝা গেল। জিতলে উইম্বলডনের কোয়ালিফায়ারে সুযোগ পেতেন শারাপোভা। এখন রোম ওপেনের জন্য প্রস্তুতি নেবেন গ্ল্যাম গার্ল।