#মুম্বই: হ্যাঁ, শেষমেশ হবু বরকে সামনে নিয়েই আসলেন মারাঠি অভিনেত্রী সোনালি কুলকার্নি ৷ গত সোমবার তাঁর জন্মদিনের দিনই সোশ্যাল মিডিয়ার হাত ধরে গোটা বিশ্বের কাছে জানিয়ে দিলেন, ‘এই মানুষটার সঙ্গেই সম্পর্কে বাঁধা পড়েছি !’
নিজের জন্মদিনের দিন বাগদানের মোট ১৫টা ছবি আপলোড করেছেন সোনালি ৷ আর ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার জন্মদিনের দিন একটা স্পেশাল ঘোষণা করতে চলেছি ৷ এই হল আমার হবু বর কুণাল বেনোডেকার !’ গত ফেব্রুয়ারি মাসে বাগদান পর্ব সম্পন্ন করেছেন সোনালি-কুণাল ৷নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।