corona virus btn
corona virus btn
Loading

দু’পাশে দুই নায়িকা নিয়ে তাক লাগালেন টাইগার, ভিডিওটা দেখেছেন ?

দু’পাশে দুই নায়িকা নিয়ে তাক লাগালেন টাইগার, ভিডিওটা দেখেছেন ?
  • Share this:

#মুম্বই: ট্রেলারেই তাক লাগিয়েছিল করণ জোহরের নতুন স্টুডেন্ট অফ দ্য ইয়ার৷ আর এবার পুরনো গানে নতুন ছন্দ এনে চমক দিলেন করণ ৷ তাঁর এই নতুন স্টুডেন্ট অফ দ্য ইয়ারে নিয়ে এলেন জনপ্রিয় ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি- গানের রিমিক্স ৷ যেখানে অনন্যা পাণ্ডে, তারা সুতারিয়াকে দু’পাশে নিয়ে তাক লাগালেন টাইগার শ্রফ ৷

একেবারে চমক ! স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু-য়ের ট্রেলার দেখে এটা মনে হতে একেবারে বাধ্য ৷ ঝকঝকে, চকমকে উপস্থাপনায় দর্শক টানতে ফের করণ জোহর দারুণ ফমূর্লা ৷ সঙ্গে অবশ্যই টাইগার শ্রফ, অনন্যা পাণ্ডে ও তারা সুতারিয়া ৷ এই তিনজন ট্রেলারেই প্রমাণ করে দিলেন বলিউডে তাঁরা পা জমাতে এক্কেবারে রেডি ৷ টাইগার শ্রফ অবশ্য আগেই তা প্রমাণ করে ছেড়েছেন ৷

ট্রেলারে ইঙ্গিত রয়েছে আলিয়া, বরুণ ও সিদ্ধার্থের স্টুডেন্ট অফ দ্য ইয়ারের মতোই, এই ছবিতেও রয়েছে লড়াই ৷ রয়েছে রেষারেষিও ৷ আর সেই লড়াইয়েই ঢুকে পড়বে অ্যাকশন, প্রেম ! তাই তো এই ছবি মিউজিক্যালও ৷

First published: April 19, 2019, 3:40 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर