corona virus btn
corona virus btn
Loading

ফিরে দেখা ২০১৭: পদ্মাবতী ঘিরে বিতর্কের ঝড়

ফিরে দেখা ২০১৭: পদ্মাবতী ঘিরে বিতর্কের ঝড়
Film Poster

কবে মুক্তি পাবে সঞ্জয়লীলা বনশালির ড্রিম প্রোজেক্ট পদ্মাবতী? উত্তর এখনও পর্যন্ত অজানা ৷

  • Share this:

#মুম্বই: কবে মুক্তি পাবে সঞ্জয়লীলা বনশালির ড্রিম প্রোজেক্ট পদ্মাবতী? উত্তর এখনও পর্যন্ত অজানা ৷ বছরের প্রায় শুরু থেকেই, পদ্মাবতী সিনেমার শ্যুটিং থেকেই একের পর বিতর্কে জড়িয়ে পড়ে দীপিকা, রণবীর, শাহিদের ছবি পদ্মাবতী ৷ আর সেই বিতর্ক চলল বছরের শেষ অবধিই ৷

বিতর্ক থামার লক্ষণ নেই। করণি সেনা ও বিজেপির বিক্ষোভ চলছেই। এর মধ্যেই বলিউড তারকারা একে এসে পাশে দাঁড়াচ্ছেন সঞ্জয় লীলা বনশালীর পাশে। এবার সুশান্ত সিং রাজপুত ও সিদ্ধার্থ মালহোত্রা ছবির হয়ে সওয়াল করলেন। তাঁরা জানালেন ছবি নিয়ে অযথা বিতর্ক হচ্ছে।

এখনও মুক্তির কোনও সবুজ সংকেত নেই। বরং উত্তর উত্তর বেড়েই চলেছে করণি সেনার প্রতিবাদ। ছবি মুক্তি যাতে না পায়, তা নিয়ে এককাট্টা তাঁরা। এই বিতর্কের মধ্যেই ধীরে ধীরে বলিউড তারকারা পাশে দাঁড়াচ্ছেন সঞ্জয় লীলা বনশালীর। এবার ছবির সমর্থনে মুখ খুললেন সুশান্ত সিং রাজপুত।

পদ্মাবতী নিয়ে সওয়ার কললেন সিদ্ধার্থ মালহোত্রাও। তিনি জানলেন ছবি নিয়ে অযথা বিতর্ক হচ্ছে।

প্রতিবাদের মাঝেই বলিউড ধীরে ধীরে পদ্মবতীর হয়ে কথা বলছে। এটা পরিচালকের ক্ষেত্রে অনেকটাই স্বস্তির বিষয়। তবে আপাতত দীপিকা থেকে সঞ্জয় তাকিয়ে আছেন পয়লা ডিসেম্বরের দিকে। যেদিন মুক্তি পাওয়ার কথা পদ্মাবতীর।

First published: December 29, 2017, 8:20 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर