• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • YRF-এর বড় ধামাকা! মাত্র ৫০ টাকায় ফের বড় পর্দায় বীর জারা-ডিডিএলজে-সুলতান দেখার দুরন্ত সুযোগ

YRF-এর বড় ধামাকা! মাত্র ৫০ টাকায় ফের বড় পর্দায় বীর জারা-ডিডিএলজে-সুলতান দেখার দুরন্ত সুযোগ

যশরাজ ফিল্মসের সুপারহিট ছবি ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷

যশরাজ ফিল্মসের সুপারহিট ছবি ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷

যশরাজের পক্ষ থেকে পিভিআর, আইনক্স, সিনেপলিসের মত প্রেক্ষাগৃহে বিনামূল্যে ছবি দেখনোর জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে

 • Share this:

  #মুম্বই: সারা দেশে করোনা ভাইরাসের সংক্রমণের সিনেমা হলের ক্ষেত্রেও বড় প্রভাব পড়েছে ৷ সিনেমা হলের দরজা এখনও পর্যন্ত খোলা সম্ভব হচ্ছেনা ৷ এমনিতেই দীপাবলির সময়ে ছবি মুক্তির জন্য প্রযোজকেরা মুখিয়ে থাকেন ৷ ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন ছবি মুক্তির জন্য সিনেমা হল ফাঁকাই থাকছে ৷ দর্শকদের সিনেমা হল মুখী করতে যশরাজ ফিল্মসের বড় পদক্ষেপ যশরাজ ফিল্মসের পক্ষ থেকে আইনক্স, সিনেপলিস-সহ বিভিন্ন প্রেক্ষাগৃহে বহু চর্চিত তথা জনপ্রিয় ছবি দীপাবলিতে বিনামূল্যে দেখানোর অনুমতি দিয়েছে ৷

  কিন্তু দর্শকদের এই ছবিগুলি দেখতে সামান্য টুকু টাকা দিতে হবে ৷ জানতে পারা গিয়েছে একগুচ্ছ ছবি বড় পর্দায় দেখতে গেলে দিতে হবে মাত্র ৫০ টাকা এর সব থেকে বড় সুবিধা দর্শকদের হবে ৷ লকডাউনের পরে আনলক প্রক্রিয়া শুরু হয়েছে এবং গত ১৫ অক্টোবর থেকেই সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হয়েছে ৷ এরপরেও সিনেমা হলে ফাঁকা ও ধুধু করছে ৷ এখনও পর্যন্ত নতুন ছবি সিনেমা হলে মুক্তির জন্য প্রস্তুত নয় ৷ গত ৫ নভেম্বর থেকে সিনেমা হল খুলেছে নভেম্বর থেকে ৷ যশরাজের প্রযোজনায় সুপারহিট ছবি বীর জারা, সুলতান, মর্দানি, রবনে বানাদি জোড়ি, এক থা টাইগার, জব তক হ্যায় জান, ব্যান্ড বাজা বারাত-সহ বহু ছবি বিনামূল্যে দেখানোর ছাড়পত্র দিয়েছে সৌজন্যে যশরাজ ফিল্মসের ৫০ বছর ৷ যশরাজ ফিল্মসের এই সিদ্ধান্ত বেশ সুবিধার সন্ধান দিতে পারে ৷

  করোনা সংক্রমণের ফলে অর্ধেক সিনেমা হলে সিনেমা দেখানোর জন্য প্রস্তুতি শুরু হয়েছে ৷ নতুন ছবির অভাবের ফলে দর্শকেরা সিনেমা হল মুখী হচ্ছেন না ৷ তাঁদেরকে সিনেমা হলে নিয়ে যাওয়ার জন্যই এই প্রয়াস ৷ এই সমস্ত ছবি ১২ থেকে ১৯ নভেম্বরের মধ্যে দেখানো হবে ৷

  Published by:Arjun Neogi
  First published: