Home /News /entertainment /
বিগড়ে গেল অমিতাভের Samsung মোবাইল, Xiaomi বলল পুরনো ছাড়ুন পাঠাচ্ছি নতুন ফোন !

বিগড়ে গেল অমিতাভের Samsung মোবাইল, Xiaomi বলল পুরনো ছাড়ুন পাঠাচ্ছি নতুন ফোন !

 • Share this:

  #মুম্বই: বলিউডের সিনিয়র অভিনেতা হয়েও, ইয়ং জেনারেশনদের সঙ্গে পাল্লা দিয়ে সোশ্যাল নেটওয়ার্কে ব্যস্ত থাকেন অমিতাভ বচ্চন ৷ এ খবর মোটেই নতুন নয় ৷ অমিতাভের ট্যুইটারে, ইনস্টাগ্রামে নজর রাখলে এটা আঁচ করা একেবারে সহজ ৷ আর অমিতাভ নাকি এই সোশ্যাল মিডিয়ার পুরো কাণ্ডটা ঘটান নিজের মোবাইল ফোন দিয়েই ৷ ঠিক এই সময় যদি অমিতাভের মোবাইল যায় বিগড়ে ! তাহলে ?

  হ্যাঁ, এমনই ঘটনা ঘটল সম্প্রতি ৷ হঠাৎ করেই অমিতাভের Samsung-এর S-9 মডেলের ফোনটি গেল বিগড়ে৷ রেগে মেগে টুক করে ট্যুইটও করে ফেললেন অমিতাভ ৷ ট্যুইটে অমিতাভ লিখলেন, ‘সাহায্য করুন... স্যামসাং এস-৯ একেবারেই কাজ করছে না ৷ শুধুমাত্র স্যামসাঙ লোগোটি জ্বলছে আর নিভছে ৷ এমনকী, ফোনটা বন্ধও করা যাচ্ছে না ৷ প্লিজ আমাকে কেউ গাইড করুন, কী করব !’

  tw 1

  অমিতাভের এই ট্যুইট নজরে এল Xiaomi মোবাইল কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন ৷ এক মিনিটও সময় নষ্ট করলেন না মনু ৷ বলিউডের শহেনশাহর মোবাইল গণ্ডগোল শুনেই, দ্রুত অমিতাভকে করলেন ট্যুইট ৷ আর লিখলেন, ‘সময় এসেছে ফোনটি বদলে ফেলার ৷ আপনি আমাদের ফোন ট্রাই করতে পারেন, আপনি বললে এখনই একটা নতুন ফোন আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি !’

  tw 2

  এর উত্তরও দিলেন অমিতজি, ফের ট্যুইট অমিতজি, ‘যাক ! অবশেষে শান্তি এল ৷ ট্যুইট দেখেই স্যামসাঙ কর্তৃপক্ষ যোগাযোগ করেছিল ৷ এখন ফোন ঠিক আছে ৷ তবে অবাক লাগছে, একটা মোবাইল ফোন বিগড়ে যাওয়ার ফলে এক রাত ঘুম আসেনি ? এসব হচ্ছেটা কী ?’

  First published:

  Tags: Amitabh Bachchan, Bollywood, SamSung, Xiaomi

  পরবর্তী খবর