• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • স্বামী ড্যানিয়েল নন, সানি লিওনের দুষ্টুমির পার্টনার ইনি!

স্বামী ড্যানিয়েল নন, সানি লিওনের দুষ্টুমির পার্টনার ইনি!

সানি লিওন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷

সানি লিওন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷

 • Share this:

  #মুম্বই: তিনি পুরুষকুলের হৃদয়ে হিল্লোল তুলতে অসম্ভব পারদর্শী ৷ তাঁকে এক ঝলক দেখতে হাপিত্যেশ করে থাকেন তাঁর অগণিত ভক্তকুল ৷ তিনি সুন্দরী, তিনি লাস্যময়ী ৷ আর এ সব বিশেষণ যাঁর সঙ্গে যায়, তিনিই তো সানি লিওন ৷ ‘দ্য ইন্ডিয়ান ডিভা’৷

  পর্ন দুনিয়া কাঁপিয়ে এখন তিনি বি-টাউনের নামী সেলেব ৷ ‘সানি’নামক স্বপ্নসুন্দরীতে মশগুল বলি পাড়া ৷ আর তাঁর রূপের জাদুতে কাত গোটা দেশ ৷ তবে এই সুন্দরী শুধুই যে তাঁর সৌন্দর্য্য দিয়ে ভক্তদের কাত করেছেন এমনটা কিন্তু নয় ৷ বারবারই বিভিন্ন সামাজিক ইস্যুতে বারবার সমানে আসতে দেখা গিয়েছে সানি লিওনকে। একদিকে মহিলাদের শিক্ষা ও উন্নয়নের জন্য কাজ করেছেন তিনি। আবার অসুস্থ শিশুদের জন্য টাকাও জোগাড় করেছেন। পশু সংরক্ষণকারী সংস্থা পেটা-র সঙ্গেও কাজ করেন সানি। সমাজের জন্য কোনও কাজ করতে কখনও পিছপা হননি তিনি।

  তাঁর অন্যান্য দিকগুলো নিয়ে সাধুবাদ এসেছে ভুরি ভুরি ৷ তেমনই তাঁর সেই দুষ্টু-মিষ্টি আন্দাজটি বরাবরই পছন্দ সবারই ৷ সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সানি ৷ সেই ছবিতে তাঁর সঙ্গে আরজে রণবিজয় সিংকে দেখা গিয়েছে ৷ ছবির নীচে সানির ক্যাপশন-‘‘এমটিভি স্পিৎসভিলার জন্য আমার অপরাধের পার্টনার ৷ ছোট ভাই ৷ সঙ্গে থাকলে হাসি থামতে চায় না ৷’’ রণবিজয় এবং সানির মধ্যে যে গভীর বন্ধুত্ব রয়েছে, তা এতদিনে বুঝে গিয়েছে সবাই ৷ অভিনেত্রীর এই মিষ্টি পোস্টে তা আরও একবার প্রমাণিত হল ৷

  First published: