Home /News /entertainment /
টিভিতে এমএস ধোনি দেখছিলেন সুশান্ত সিং রাজপুত, হঠাৎ প্রকাশ্যে সেই ভাইরাল ভিডিও

টিভিতে এমএস ধোনি দেখছিলেন সুশান্ত সিং রাজপুত, হঠাৎ প্রকাশ্যে সেই ভাইরাল ভিডিও

সুশান্ত সিং রাজপুত ৷ ফাইল ছবি ৷

সুশান্ত সিং রাজপুত ৷ ফাইল ছবি ৷

সুশান্ত সিং রাজপুতের ভক্তরা পুরনো ভিডিও দেখতে পেয়েই ভাইরাল করেছেন

 • Share this:

  #মুম্বই: সুশান্ত সিং রাজপুত প্রয়াত হয়েছেন যা এখনও তাঁর ভক্তরা মেনে নিতে পারছেন না কিছুতেই ৷ সুশান্তের মৃত্যুর পর থেকেই তাঁর মৃত্যু নিয়ে নানান জল্পনা দেখা দিয়েছে ৷ নানান ভাবে ব্যাখ্যা করা হচ্ছে তাঁর মৃত্যুকে, বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী এই নিয়ে মুখও খুলেছেন ৷ সুশান্ত সিং রাজপুতকে নিয়ে নানান ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ৷ মূলত বলিউডে সুশান্ত সিং রাজপুত প্রথমবার নজর কেড়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি ছবির মাধ্যমে ৷

   
  View this post on Instagram
   

  #realtime #nostalgia #msdhoni @sushantsinghrajput

  A post shared by Kushal Zaveri (@kushalz) on

  সেই ছবিকে নিয়েই একটি না দেখা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ ভিডিও তে দেখতে পাওয়া গিয়েছে টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি, ছবি দেখতে দেখতে ডায়েরি ও পেনে কিছু লিখছেন সুশান্ত সিং রাজপুত ৷ তখনই তাঁর নজর পড়ে এই ভিডিওর দিকে তখনই ইশারা করেছিলেন পর্দার মহেন্দ্র সিং ধোনি ৷ এরপরেই ছবির পরবর্তী অংশে দেখা গিয়েছে ধোনিকে চিয়ার করছেন সবাই সেই অংশ দেখে দর্শকের আসনে বসা সুশান্ত সিং রাজপুতও চিয়ার করেছিলেন ৷ যা দেখে অত্যন্ত ভাল লেগেছিল সবার ৷

  এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি ছবিতে মহেন্দ্র সিং ধোনির বাবার চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম খের, এছাড়াও কিয়ারা আদবানি, দিশা পটানি ও ভূমিকা চাওলা বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে ৷ এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি বক্স অফিস হিট ছবি, ১০৪ কোটি টাকা খরচ হয়েছিল সিনেমা প্রস্তুতে, সেখানে ২১৬ কোটি টাকার ব্যবসা দিয়েছিল ছবিটি ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Bollywood, Sushant singh Rajput, Viral Video

  পরবর্তী খবর