corona virus btn
corona virus btn
Loading

টিভিতে এমএস ধোনি দেখছিলেন সুশান্ত সিং রাজপুত, হঠাৎ প্রকাশ্যে সেই ভাইরাল ভিডিও

টিভিতে এমএস ধোনি দেখছিলেন সুশান্ত সিং রাজপুত, হঠাৎ প্রকাশ্যে সেই ভাইরাল ভিডিও
সুশান্ত সিং রাজপুত ৷ ফাইল ছবি ৷

সুশান্ত সিং রাজপুতের ভক্তরা পুরনো ভিডিও দেখতে পেয়েই ভাইরাল করেছেন

  • Share this:

#মুম্বই: সুশান্ত সিং রাজপুত প্রয়াত হয়েছেন যা এখনও তাঁর ভক্তরা মেনে নিতে পারছেন না কিছুতেই ৷ সুশান্তের মৃত্যুর পর থেকেই তাঁর মৃত্যু নিয়ে নানান জল্পনা দেখা দিয়েছে ৷ নানান ভাবে ব্যাখ্যা করা হচ্ছে তাঁর মৃত্যুকে, বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী এই নিয়ে মুখও খুলেছেন ৷ সুশান্ত সিং রাজপুতকে নিয়ে নানান ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ৷ মূলত বলিউডে সুশান্ত সিং রাজপুত প্রথমবার নজর কেড়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি ছবির মাধ্যমে ৷

 
View this post on Instagram
 

#realtime #nostalgia #msdhoni @sushantsinghrajput

A post shared by Kushal Zaveri (@kushalz) on

সেই ছবিকে নিয়েই একটি না দেখা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ ভিডিও তে দেখতে পাওয়া গিয়েছে টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি, ছবি দেখতে দেখতে ডায়েরি ও পেনে কিছু লিখছেন সুশান্ত সিং রাজপুত ৷ তখনই তাঁর নজর পড়ে এই ভিডিওর দিকে তখনই ইশারা করেছিলেন পর্দার মহেন্দ্র সিং ধোনি ৷ এরপরেই ছবির পরবর্তী অংশে দেখা গিয়েছে ধোনিকে চিয়ার করছেন সবাই সেই অংশ দেখে দর্শকের আসনে বসা সুশান্ত সিং রাজপুতও চিয়ার করেছিলেন ৷ যা দেখে অত্যন্ত ভাল লেগেছিল সবার ৷

এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি ছবিতে মহেন্দ্র সিং ধোনির বাবার চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম খের, এছাড়াও কিয়ারা আদবানি, দিশা পটানি ও ভূমিকা চাওলা বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে ৷ এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি বক্স অফিস হিট ছবি, ১০৪ কোটি টাকা খরচ হয়েছিল সিনেমা প্রস্তুতে, সেখানে ২১৬ কোটি টাকার ব্যবসা দিয়েছিল ছবিটি ৷

Published by: Arjun Neogi
First published: June 24, 2020, 11:27 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर