Home /News /entertainment /

আছে সিংহাসন, নেই সেই রাজা! হয়েছিল সুশান্ত সিং রাজপুত-অঙ্কিতার বিয়ের ঘোষণাও, স্মৃতি বারেবারে মনে পড়ে

আছে সিংহাসন, নেই সেই রাজা! হয়েছিল সুশান্ত সিং রাজপুত-অঙ্কিতার বিয়ের ঘোষণাও, স্মৃতি বারেবারে মনে পড়ে

সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে ৷ ফাইল ছবি ৷

সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে ৷ ফাইল ছবি ৷

Video: সেই বিশেষ মুহূর্তের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 • Share this:

  #মুম্বই: বলিউডের অন্যতম প্রতিশ্রুতিবান নায়ক সুশান্ত সিং রাজপুতের প্রয়াণে সমগ্র ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমেছে ৷ বেশ কিছু প্রশ্নচিহ্নকে জিইয়ে রেখে চলে গিয়েছেন সুশান্ত ৷ তাঁর প্রয়াণের পর থেকে প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে এসেছেন চর্চায় ৷ জনপ্রিয় ধারাবাহিক পবিত্র রিস্তা-য় কাজ করতে করতে সুশান্ত ও অঙ্কিতা কাছাকাছি এসেছিলেন ৷ একে অপরের সঙ্গে বেশ খুশি ছিলেন ৷ এমন শোনা গিয়েছিল যে তাঁরা বিয়ের বিষয়েও ভাবনা চিন্তা শুরু করেছিলেন ৷

  এরপরেই কোনও এক অজানা কারণেই তাঁদের সম্পর্কে চিড় ধরেছিল ৷ শেষ হয়েছিল যাবতীয় চাওয়া পাওয়ার৷ ফলে ব্রেকআপ হয় তাঁদের ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে সেই ভিডিও ফের ভাইরাল হয়েছে ৷ সুশান্ত ও অঙ্কিতা বেশ খুশি ছিলেন তাঁরা, সংবাদমাধ্যমের সামনে নিজেদের বিয়ের বিষয়ে কথাবার্তা বলেছিলেন ৷ এক সাংবাদিক অঙ্কিতাকে প্রশ্ন করেছিলেন এখন সুশান্ত স্টার হয়ে গিয়েছে, 'এখন কেমন দেখেন সুশান্তকে?' উত্তরে অঙ্কিতা বলেছিলেন সুশান্ত স্টার হলে তিনিও একজন সুপারস্টার ৷ এই শুনে সুশান্ত অঙ্কিতাকে চুমু খেয়েছিলেন ৷ পরের প্রশ্ন সুশান্তকে নিয়ে আপনি কি পজেসিভ? অঙ্কিতার উত্তর, সব সময়ই মনে হয় সুশান্ত সঙ্গে আছেন ৷ সুশান্ত সব সময়ে ভালবাসেন তাঁকে ৷ পজেসিভ হয়ে কিছু করার নেই ৷

  এই প্রশ্নের পরে সেই সাংবাদিককে সুশান্ত প্রশ্ন করেছিলেন,  তাঁরা এমন সুখে আছেন দেখে খুশি নন? কথাবার্তা চলতে থাকে আর তার মাঝেই বিয়ে সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে অঙ্কিতা সুশান্তকে জিজ্ঞাসা করতে বলেন ৷ উত্তরে সুশান্ত বলেছিলেন, ডিসেম্বরে বিয়ে করতে চলেছেন ৷ ডিসেম্বর অর্থাৎ ২০১৬-এর ডিসেম্বরে তাঁরা বিয়ে করবেন ৷

  ৪ বছরের পুরনো ভিডিও,  এখন সুপার ভাইরাল, ঘটনাক্রমে ধারাবাহিক পবিত্র রিস্তা সম্প্রচার শুরু হয়েছিল ডিসেম্বর ২০১৬৷ এরপরে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল ধারাবাহিকটি কোনও এক অজানা কারণে৷

  সেই সম্পর্ক যদি বজায় থাকত তাহলে ২০১৬ সালের ডিসেম্বরেই অঙ্কিতা ও সুশান্তের বিয়ে হয়ে যেত এমনটাই মনে করেন সুশান্ত ও অঙ্কিতার ঘনিষ্ঠ মহল ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Ankita Lokhande, Sushant singh Rajput

  পরবর্তী খবর