#মুম্বই: বাড়িতে পুজো হচ্ছে। হাজির গোটা পরিবার! সেখানে জুতো পরে ঢুকে পড়লেন রণবীর কাপুর! আর তারপরেই বিপত্তি! বাবা ঋষি কাপুরের হাতে খেতে হল কষিয়ে থাপ্পড়! তবে ঘটনাটা এখনকার নয়! বেশ অনেকবছর আগের! রণবীর তখন ১২ বছরের! অতশত বুঝতে পারেননি চকোলেট বয়! জুতো পরেই সটান ঢুকে পড়েন ঠাকুরঘরে!
গতবছর যখন লকডাউনে গোটা দেশ, ব্রক্ষ্মাস্ত্রের শ্যুটিং শেষ করে শামসেরার শ্যুটিংয়ের মাঝপথে ফেলে গৃহবন্দি রণবীর, তখনই লকডাউনের অবসরে পুরনো স্মৃতি ঘাটতে ঘাটে এই ঘটনা মনে পড়ে যায় রণবীরের... ঋষি তখনও বেঁচে...
দেখতে দেখতে কেটে গিয়েছে এক বছর, ঋষি নেই! প্রতিনিয়ত 'চিন্টু'-কে হারান নীতু কাপুর। তাঁর ভাষায়, ঋষিকে ছাড়া জীবন আগের মত কোনওদিনও হবে না। আমরা তাঁকে প্রতিদিন সেলিব্রেট করব, আর যতবার নাম করব ঠোঁঁটের গোড়ায় হাসি ফুটে উঠবে।
'আমি আমার হাসি নিয়ে মানুষের কাছে বেঁচে থাকতে চাই। কান্না আমার পছন্দ না।'...মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও মুশরে পড়েননি, বরং তাকে বিশেষ গুরুত্ব না দিয়ে হেসে খেলেই বাকি জীবনটা কাটাতে চেয়েছিলেন রাজ কাপুরের দ্বিতীয় পুত্র ঋষি কাপুর! হেসে খেলেই কাটালেন... ক্যান্সারের চিকিৎসা চলাকালীনও চিকিৎসকদের নানা ভাবে হাসি খুশিতে ভরিয়ে রাখতেন! আফটারঅল বলিটাউনের চকোলেট বয়, এভারগ্রিন সুপারস্টার, আলটিমেট প্রেমিক নায়ক... তাঁর অওরাই আলাদা...
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rishi Kapoor