corona virus btn
corona virus btn
Loading

ঋষি কাপুরের সঙ্গে চায়ের আড্ডায় ভারতের সম্পর্কে বেশ কিছু তথ্য ফাঁস করেছিলেন দাউদ !

ঋষি কাপুরের সঙ্গে চায়ের আড্ডায় ভারতের সম্পর্কে বেশ কিছু তথ্য ফাঁস করেছিলেন দাউদ !

বলিউডে এখন বায়োগ্রাফির হাওয়া চলছে ৷ প্রায় প্রত্যেকটি অভিনেতা, অভিনেত্রীই টুক করে প্রকাশ করে ফেলছেন তাঁদের বায়োগ্রাফি

  • Share this:

#মুম্বই: বলিউডে এখন বায়োগ্রাফির হাওয়া চলছে ৷ প্রায় প্রত্যেকটি অভিনেতা, অভিনেত্রীই টুক করে প্রকাশ করে ফেলছেন তাঁদের বায়োগ্রাফি ৷ র সেই বায়োগ্রাফিতে গোপন তথ্য ফাঁস করে, রাতারাতি শিরোনামে ! করণ জোহরের পর এবার সেই কাজটিই করে ফেললেন ঋষি কাপুর ! তবে নিজের সম্পর্কে বা বলিউডে কোনও নায়িকার সম্পর্কে নয় ৷ বরং ঋষি কাপুর টেনে নিয়ে আসলেন কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমকে !

বায়োগ্রাফিতে ঋষি লিখলেন, ‘১৯৮৮ সাল ৷ রাহুল দেব বর্মন ও আশা ভোঁসলের সঙ্গে এক অনুষ্ঠানের জন্য দুবাই গিয়েছিলাম ৷ দুবাই এয়ারপোর্টে নামর পরেই, একজন লোক এসে আমার হাতে একটা ফোন ধরিয়ে দিল ৷ আর বলল দাউদ কথা বলতে চাইছে ৷ আমি তো হতবাক ৷ ফোন ধরেই, ওপার থেকে গম্ভীর গলায় দাউদ আমাকে চায়ের নিমন্ত্রণ জানালেন ! সেই প্রথম দাউদকে সামনে থেকে দেখলাম ৷ তখনও অবশ্য মুম্বই বিস্ফোরণ হয়নি ৷ শুধুমাত্র সিনেমা নিয়েই তখন কথা হয়েছিল দাউদের সঙ্গে ৷’

ঋষি আরও লিখলেন, ‘এর পরেও একবার দেখা হয়েছিল ৷ তখন রীতিমতো দাউদ ছিলেন ওয়ান্টেড ৷ সেবার ভারতের ওপর ক্ষোভ উগরে দিয়েছিলেন দাউদ৷ বলেছিলেন ভারতের প্রচুর নেতাদের সঙ্গে যোগাযোগের কথাও ৷ ’

First published: January 15, 2017, 6:25 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर